বেসরকারিকরণ হতে চলেছে আইডিবিআই ব্যাঙ্কের। এই ব্যাংকের বেসরকারীকরণের বিষয়ে সম্ভাব্য দরদাতাদের পক্ষ থেকে অনুসন্ধান বা প্রশ্ন জমা দেওয়ার সময়সীমা ১৩ দিন বাড়িয়ে ১০ নভেম্বর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রক। ৭ অক্টোবর একটি প্রাথমিক তথ্য স্মারক জারি করে, অর্থ দপ্তর জানিয়ে দিয়েছে, আইডিবিআই ব্যাংকের প্রায় ৬১ শতাংশ শেয়ার বিক্রি হতে চলেছে। অর্থাৎ কার্যত বেসরকারীকরণ হতে চলেছে এই বেসরকারি ব্যাংকের।
আগ্রহী ক্রেতাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে এবং নিজেদের দর জমা দেওয়ার জন্য যথাক্রমে ২৮ অক্টোবর এবং ১৬ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তবে এর মধ্যে অনেকেই প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেননি। বিনিয়োগ এবং পাবলিক এসিড ম্যানেজমেন্ট বিভাগ বৃহস্পতিবার এই সম্পর্কিত একটি সংশোধনী জারি করেছে এবং প্রশ্ন জারি করার সময়সীমা ১০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করার ঘোষণা করে দিয়েছে।
আগামী বছরের মার্চের মধ্যে এই দরপত্র গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। বর্তমানে ব্যাংকে সরকারের ৪৫.৪৮ শতাংশ শেয়ার রয়েছে এবং ভারতীয় জীবন বীমা কর্পোরেশনের হাতে রয়েছে ৪৯.২৪ শতাংশ শেয়ার।