ব্যাংকের বেসরকারিকরণ নিয়ে এবার আসতে চলেছে বড় খবর। দেশের ব্যাংকিং ক্ষেত্রে এবার হতে চলেছে একটা বড় পরিবর্তন। সরকার অত্যন্ত দ্রুত গতিতে দেশের একটি বড় ব্যাংককে বেসরকারী হাতে তুলে দিতে চলেছে। যদিও গত ফেব্রুয়ারিতে এই নিয়ে প্রথম আন্দাজ পাওয়া গিয়েছিল। বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন, ভারতের একটি বড় ব্যাংককে বেসরকারি হাতে তুলে দেওয়ার চিন্তাভাবনা করছে ভারত সরকার। বাজেট পেশ করার সময় দরপত্রের আহ্বান করেছিলেন তিনি। এখন জানা যাচ্ছে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করবে ভারত সরকার।
আপনাদের জানিয়ে রাখি সরকার দেশের যে বড় ব্যাংকটিকে বেসরকারি করতে চলেছে সেই ব্যাংকটির নাম আইডিবিআই ব্যাঙ্ক। সরকার দ্রুত গতিতে এগোচ্ছে বেসরকারীকরণের দিকে। সেখানে কর্মচারীরা লাগাতার ধর্মঘট করে চলেছেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে। যদিও সেই ধর্মঘটের প্রভাব সরকারের সিদ্ধান্তের উপর খুব একটা পড়ছে না বলেই মনে করা হচ্ছে। সরকার এবং জীবন বীমা কর্পোরেশন মিলিয়ে মোট ৬০.৭২% শেয়ার বিক্রি করে দেওয়া হবে এই ব্যাংকের। এর আগে সরকারের কাছে আইডিবিআই ব্যাঙ্কের ৪৫.৪৮% শেয়ার ছিল এবং এলআইসির কাছে ছিল ৪৯.২৪% শেয়ার। সেখান থেকে সরকার নিজের ভাগের ৩০.৪৮% শেয়ার এবং এলআইসির কাছে থাকা ৩০.২৪% শেয়ার বিক্রি করবে।
Idbi bank কেনার জন্য এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট জমা দেওয়ার শেষ তারিখ ১৬ ডিসেম্বর, যা আগামী ১৮০ দিনের জন্য বৈধ থাকবে। পরবর্তীতে যদিও এটি আরো ১৮০ দিন বৃদ্ধি করা যেতে পারে। ব্যাংকের সংগঠন এই বিষয়ে জানিয়েছে যে, ‘সফল দরদাতাকে আইডিবিআই ব্যাঙ্কের পাবলিক শেয়ার হোল্ডারদের কাছে ওপেন অফার দিতে হবে।’
তবে শুধু আইডিবিআই ব্যাঙ্ক নয়, এই বেসরকারিকরণের তালিকা রয়েছে আরও বেশ কিছু কোম্পানি যার মধ্যে রয়েছে শিপিং কর্পোরেশন, কনকর, ভাইজাক স্টিল, নাগার্নার স্টিল প্লান্ট, এবং এইচএলএল লাইফ কেয়ার।