‘জাতীয় সুরক্ষা ইস্যুতে কোনো রাজনীতি নয়, দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক’ : কেজরিওয়াল
বৃহস্পতিবার দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গত তিন দিনের সংঘর্ষে ক্ষতিগ্রস্থদের এবং তাদের পরিবারের ক্ষতিপূরণ ঘোষণা করলেন। এছাড়াও অপরাধীদের শাস্তি দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “যে ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছে তাকে কঠোর শাস্তি দেওয়া উচিত। যদি আম আদমি পার্টির কোনও ব্যক্তি দোষী সাব্যস্ত হয় তবে সেই ব্যক্তিকে দ্বিগুণ শাস্তি দেওয়া উচিত। জাতীয় সুরক্ষার ইস্যুতে কোনও রাজনীতি হওয়া উচিত নয়।” মুখ্যমন্ত্রী সংঘর্ষে ক্ষতিগ্রস্থদের জন্য ‘ফরিস্তে’ প্রকল্পের ঘোষণা করেন এবং তিন দিন ধরে সহিংসতায় যে সমস্ত এলাকা গুলিতে দোকানপাট পুড়িয়ে ফেলা হয়েছে সেখানে খাবার ও অন্যান্য জিনিস প্রেরণ করার কথাও বলেন।
কেজরিওয়াল সংবাদমাধ্যমে বলেন, “দাঙ্গায় আক্রান্ত ব্যক্তিরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়েছেন এবং তাদের খরচা দিল্লী সরকার প্রদান করবে।” যারা নিহত হয়েছেন তাদের আত্মীয়-স্বজনদের জন্য তিনি ১০ লক্ষ টাকা, যাদের বাবা-মা মারা গেছে তাদের জন্য ৩ লক্ষ টাকা, যাদের ঘর পুরোপুরি পুড়ে গেছে তাদের ৫ লক্ষ টাকা এবং যাদের বাড়িগুলি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের ২.৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে দিল্লী সরকার।
আরও পড়ুন : দিল্লির হিংসার ঘটনায় মুখ খুললেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান
সাধারণ মানুষের আবেদন দাখিল করার জন্য দিল্লী সরকার একটি অ্যাপ্লিকেশনও তৈরি করছে যেটি দু-একদিনের মধ্যেই প্রকাশ করা হবে বলে কেজরিওয়াল জানিয়েছেন। আগুন লেগে পুড়ে যাওয়া নথিপত্র পুনরায় পেতে সরকার একটি বিশেষ শিবির স্থাপন করবে। বেশিরভাগ এলাকায় শান্তি কমিটি গঠন করা হবে বলে এই বিষয়ে জোর দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “জাতীয় সুরক্ষা ইস্যুতে কোনও রাজনীতি হওয়া উচিত নয়।”