Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভারতকে সমর্থন করলে মিশাইল হামলা, হুমকি পাকমন্ত্রীর

Updated :  Wednesday, October 30, 2019 9:16 AM

ভারত-পাকিস্তান এই দুটি দেশের মধ্যে ঠিক কেমন সম্পর্ক তা পুরো বিশ্ববাসী জানে। দুটি দেশই একে অপরের নিন্দায় ব্যস্ত থাকে। কাশ্মীরে ৩৭০ ধারা অবসানের পর দুটি দেশের সম্পর্ক তিক্ত থেকে তিক্ততর হয় উঠেছে।

এমনকি পাকিস্তানের তরফ থেকে জানানো হয়েছিল ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্লেনও পাকিস্তানের ওপর থেকে যেতে পারবে না। আবার কিছুদিন আগেই পাকিস্তানের ওপর সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত। এই সব নিয়ে দুটি দেশের মধ্যাকার দ্বন্দ্ব চরম সীমায় পৌছেছে। এবার ভারতকে হুমকি দিল পাকমন্ত্রী।

এতদিন ভারতকে হুশিঁয়ারি দিয়ে আসছিল পাকিস্তান। কিন্তু এবার হুশিঁয়ারির সমস্ত সীমা পেরিয়ে গেল পাক মন্ত্রী আলি আমিন গান্দাপুর। তিনি এক চাঞ্চল্যকর মন্তব্য করেন। তিনি বলেন, কাশ্মীর সমস্যা নিয়ে যদি ভারত বেশি বাড়াবাড়ি করে তাহলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে পাকিস্তান।

এই সমস্যায় যে সমস্ত দেশগুলি ভারতকে সমর্থন করবে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, এবং তাদেরকে শত্রুদেশ হিসেবে চিহ্নিত করবে পাকিস্তান। যদি দেশগুলি একটু বেশি বাড়াবাড়ি করে তবে তাদের ওপর মিসাইল ছাড়া হবে। পাকমন্ত্রীর এরকম হুশিঁয়ারির নিন্দা করেছেন অনেকেই এবার দেখার বিষয় এই হুশিঁয়ারির পাল্টা জবাব ভারত কীভাবে দেবে।