নিউজরাজ্য

টাকা দিতে না পারলেও কাটা যাবে না গ্রাহকদের কেবল কানেকশন, জানিয়ে দিল রাজ্য

Advertisement

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গোটা বিশ্বের মতোই গৃহবন্দি ভারতের জনতাও। গত ২৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনের কারণে বাড়ির বাইরে বেরোতে পারবে না সাধারণ মানুষ। এই সময় তাদের বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে টেলিভিশন। বর্তমানে বেশিরভাগ টেলিভিশনই কেবল কানেকশনের মাধ্যমে চালানো হয়। এই দুর্যোগের দিনে কেবল কানেকশনের নির্ধারিত টাকা মাসের শেষে জমা দিতে সমস্যায় পড়তে পারেন গ্রাহকেরা। তাই কেবল কানেকশন ব্যবহারকারী পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য।

রাজ্যের মুখ্যসচিব মঙ্গলবার রাজ্যের সমস্ত কেবল সংস্থাকে জানিয়ে দিয়েছেন যে, লকডাউন চলাকালীন কোন গ্রাহক যদি নির্ধারিত টাকা সময়ের মধ্যে জমা করতে না পারেন তবু কাটা যাবে না কানেকশন। ২০০৫ সালের ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন অনুসারে এই নির্দেশ জারি করেছে রাজ্য। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, গৃহবন্দি অবস্থায় মানুষের বিনোদনের একমাত্র অবলম্বন এই কেবল টিভি।

মাসের নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত টাকা জমা না করলে কেটে দেওয়া হয় কেবল কানেকশন। এই সময় কানেকশন কেটে দেওয়া হলে সমস্যায় পড়বেন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর গ্রাহকেরা। লকডাউনের সময় মানুষের হাতে বেশি টাকা নেই, অল্প পরিমাণে যে টাকা তাদের কাছে রয়েছে তা অত্যাবশ্যকীয় সামগ্রী ও ওষুধপত্রে খরচ হয়ে যাচ্ছে। ফলে রাজ্যের এই উদ্যোগে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে খুশির হাওয়া নেমে এসেছে।

Related Articles

Back to top button