১ জুন থেকে বন্ধ হয়ে যাবে গ্যাস সংযোগ, ভর্তুকি পাওয়া যাবে না আর, অবিলম্বে এই কাজটি করুন

গ্যাস গ্রাহকদের জন্য এলো একটা বড় ঘোষণা। এলপিজি গ্রাহকদের সংশ্লিষ্ট গ্যাস সংস্থার কাছে এবারে করতে হবে বায়োমেট্রিক আপডেট। নির্দিষ্ট সংস্থার অফিসে গিয়ে বায়োমেট্রিক আপডেট এর মাধ্যমে যদি কেওয়াইসি না করা…

Avatar

গ্যাস গ্রাহকদের জন্য এলো একটা বড় ঘোষণা। এলপিজি গ্রাহকদের সংশ্লিষ্ট গ্যাস সংস্থার কাছে এবারে করতে হবে বায়োমেট্রিক আপডেট। নির্দিষ্ট সংস্থার অফিসে গিয়ে বায়োমেট্রিক আপডেট এর মাধ্যমে যদি কেওয়াইসি না করা হয় তাহলে কিন্তু আপনি আপনার গ্যাস কানেকশন হারিয়ে বসবেন। বিহারে ইতিমধ্যেই এই বিষয়টা শুরু হয়েছে। আগে এর সীমা ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। তবে কিছুদিন আগেই এই সীমা বৃদ্ধি করেছে সরকার। ভারতে অনেকেই এখনও পর্যন্ত ই কেওয়াইসি করেননি। সেই কারণে এই সময় সীমা ৩১ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই সময়সীমার মধ্যে কিন্তু আপনাকে এই কাজ করে ফেলতে হবে।

ভারত গ্যাসের স্থানীয় ডিলার উমা গ্যাস এজেন্সির ডিরেক্টর সত্যেন্দ্র সিং বলছেন, ৩১ মে পর্যন্ত যে সমস্ত গ্রাহকরা তাদের কেওয়াইসি করবেন না, তাদের গ্যাস সার্ভিস দেওয়া বন্ধ করে দেওয়া হবে ভারত গ্যাসের তরফ থেকে। সরবরাহ সম্পূর্নরূপে ব্যাহত না হলেও, ভর্তুকি কোনভাবেই আর পাবেন না এই গ্রাহকরা। আর এই বিষয়টা উজ্জ্বলা গ্যাস যোজনার সঙ্গে যুক্তদের ক্ষেত্রে আরো বেশি ভাবে কার্যকরী হবে। তারা যত টাকা ভর্তুকি পান সেই কোন টাকাই আর তারা পাবেন না। ফলে তাদেরকে সাধারণ নামে গ্যাস কিনতে হবে।

তিনি আরো বলছেন, যাদের কাছে এই মুহূর্তে আধার কার্ড রয়েছে এবং যারা নিজের নামে গ্যাস সংযোগ নিয়েছেন তারা সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অফিসে এসে কেওয়াইসি করতে পারেন। কেওয়াইসি করার জন্য তাদের কাছে অবশ্যই গ্যাস পাসবুক থাকতে হবে এবং তার সাথেই আধার কার্ড তাদেরকে নিয়ে আসতে হবে। এজেন্সির অফিসে উপস্থিত হয়ে তারা কেওয়াইসি করতে পারেন। এই কাজটা কিন্তু ৩১ মের মধ্যে না করলে সমস্যা বাড়বে এই সমস্ত গ্রাহকদের।