নয়াদিল্লি: বিনামূল্যে রান্নার গ্যাস চাই? কিন্তু এখনও নাম নথিভুক্ত করে উঠতে পারেননি। তাহলে চটপট নিজের নাম নথিভুক্ত করে ফেলুন প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনায়। এখন না করলে আর কিন্তু বিনামূল্যে গ্যাস আপনি পাবেন না। কারণ, হাতে মাত্র রয়েছে সাতদিন সময়। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিনামূল্যে রান্নার গ্যাস পাওয়ার জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় নাম নথিভুক্ত করতে হবে।
তবে কোনওভাবেই এই সুবিধা কিন্তু সর্বসাধারণের জন্য নয়। শুধুমাত্র বিপিএল তালিকাভুক্ত মহিলারাই এই সুবিধা পাবেন। জানা গিয়েছে, বিপিএলের আওতায় রয়েছেন এমন মহিলা প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনায় বিনামূল্যে রান্নার গ্যাস পাওয়ার জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে কেওয়াইসি ফর্ম ফিল আপ করতে হবে।
ফর্ম ফিল-আপের জন্য নাম, ঠিকানা, জন্ম তারিখ সহ আধার কার্ডের নম্বর ও জন ধন একাউন্টের নম্বর দিতে হবে। কত গ্রাম সিলেন্ডার চান, সেটাও ফর্মের মধ্যে বলে দিতে হবে। প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনার ওয়েবসাইট থেকে এই ফর্ম ডাউনলোড করা জাবে বলে জানা গিয়েছে। তাহলে আর দেরি কিসের? বিনামূল্যে রান্নার গ্যাস পেতে চাইলে এক্ষুনি নাম নথিভুক্ত করিয়ে ফেলুন।