Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পুজোর আগেই সুখবর, বাগদান সেরে ফেললেন গায়িকা ইমন-নীলাঞ্জন

Updated :  Monday, October 19, 2020 9:40 PM

পুজোর আগে সুখবর ছড়িয়ে পড়ল টলি টাউনে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী বাগদান সেরে ফেললেন তাঁর দীর্ঘদিনের বন্ধু নীলাঞ্জন ঘোষের সঙ্গে। তাঁদের বন্ধুত্ব দীর্ঘদিনের হলেও প্রেমের বয়স মাত্র কয়েক মাস। নীলাঞ্জন একজন নামী সুরকার। সম্প্রতি ইমনের গাওয়া ‘একি লাবণ্যে পূর্ণ প্রাণ’-এর মিউজিক অ্যারেঞ্জার ছিলেন নীলাঞ্জন। এছাড়া ইমনের গাওয়া নজরুলগীতির মিউজিক ভিডিও ‘পরদেশি মেঘ’-এও দুজনে একসঙ্গে কাজ করেছেন।

বাগদান পর্ব সারা হলেও পুজোর পর ইমন ও নীলাঞ্জন রেজিস্ট্রি ম্যারেজ করবেন বলে জানা গেছে। এরপর করোনা পরিস্থিতির উপর নির্ভর করে তাঁরা আগামী বছরের গোড়ায় আনুষ্ঠানিক বিয়ে করতে পারেন।

https://www.facebook.com/ImanChakrabortyProduction/posts/4979918512033428

প্রসঙ্গত,ইমনের সঙ্গে এর আগে গায়ক শোভন গাঙ্গুলীর সম্পর্ক ছিল। বয়সের ফারাক থাকলেও এই জুটির রসায়ন বরাবর নজর কেড়েছে সকলের। কিন্তু কোনো এক অজানা কারণে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। তবে ইমন ও নীলাঞ্জনকে টলিটাউনের কলাকুশলীরা ও নেটিজেনরা তাঁদের আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।