একজন ফলোয়ার ইমনের ছবিতে রীতিমত অশ্লীল মন্তব্য করেন।ইমন তৎক্ষণাৎ তার জবাব দেন। তিনি বলেন যে,বাড়ির মা-বোনদের সম্মান করা শিখতে। ইমনের সমর্থনে এগিয়ে আসেন নেটিজেনরাও।তাঁরাও সবাই এই নোংরামির বিরোধিতা করেন।ইমন সেই অশ্লীল কমেন্টের স্ক্রিনশটস তুলে নিজের ইন্সটাগ্রামের ওয়ালে পোস্ট করে নিজের ভক্তকুলকে অনুরোধ করেন ,ওই প্রোফাইলটি ব্লক করতে বা রিপোর্ট করতে।সঙ্গীত পরিচালক অনুপম রায় ইমনের কমেন্ট বক্সে লেখেন , “আমাদের সমর্থন সবসময় তোমার সঙ্গে রয়েছে।“
কিছুদিন ধরে মেয়েদের অশ্লীল আক্রমণ করার ঘটনা খুব বেড়ে গিয়েছে। লকডাউনের সময় তা আরো মাত্রা ছাড়িয়ে গেছে। শুধুমাত্র সেলিব্রিটিরাই নন,সাধারণ মহিলারাও এই ঘটনার শিকার হচ্ছেন। যারা আক্রমণ করছেন ,তারা অধিকাংশই বাংলাদেশের বাসিন্দা। সম্প্রতি অভিনেত্রী শ্রাবন্তীকেও কদর্য ভাষায় আক্রমণ করেন তাঁরা। শ্রাবন্তী যথেষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে বাংলাদেশ হাইকমিশনে অভিযোগ দায়ের করেন। এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।