Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Iman Chakraborty: শাড়ির বদলে স্পোর্টস ব্রা-তে ‘সেক্সি’ ইমন, গায়িকার নির্মেদ চেহারা দেখে মুগ্ধ নেটিজেনরা

Updated :  Tuesday, November 23, 2021 3:14 AM

জাতীয় পুরষ্কারজয়ী গায়িকা ইমন চক্রবর্তী ! যার কন্ঠে রবীন্দ্র সঙ্গীত, মৌলিক গীতি, লোক সঙ্গীত শোনার জন্য হাজার হাজার শ্রোতা অপেক্ষা করে থাকেন। এই মুহূর্তে টলিউডের গায়িকাদের মধ্যে প্রথম সারিতেই আছে ইমন চক্রবর্তীর নাম। রবিঠাকুরের গান হোক কিংবা লোকগীতি গেয়ে সকলের মন জয় করে নিয়েছেন ইমন। একইসঙ্গে আধুনিক গানের সাথে এখন কীর্তন গান ও শুরু করেছেন। প্রতিদিন নিজের গান নিয়ে নানান ভাবে এক্সপেরিমেন্ট করছেন। আর তাঁর গান ও পছন্দ করেছেন দর্শক।

এবছর শুরুতেই প্রেমিক নীলাঞ্জনের সঙ্গে পরিবারের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়েন। টলিপাড়ার মিষ্টি কাপলদের মধ্যে নাম আসে এখন এদের দুজনের। তাঁরা যে শুধু একসাথে গান বাঁধেন তা নয়, বরং চুটিয়ে উপভোগ করেন একে-অপরের সঙ্গ । দুবছর চুটিয়ে প্রেম করে সাতপাকে বাঁধা পড়েছেন। বিয়ের পর থেকে চুটিয়ে সংসার ও গান নিয়েই আছেন গায়িকা। দেখতে দেখতে এই জুটির বৈবাহিক সম্পর্ক ৯ মাস অতিক্রম হয়ে গিয়েছে।

Iman Chakraborty: শাড়ির বদলে স্পোর্টস ব্রা-তে ‘সেক্সি’ ইমন, গায়িকার নির্মেদ চেহারা দেখে মুগ্ধ নেটিজেনরা

সম্প্রতি এক রিয়ালিটি শোতে এসে তিনি বলেন, নীলাঞ্জন নাকি খুব নিয়ম শৃঙ্খলা মেনে চলতে ভালবাসে। তাঁর গায়ক স্বামী নাকি খুব কঠোর । নীলাঞ্জন খুব স্বাস্থ্য সচেতন। এমনকি ইমনের দৈনন্দিন খুঁটিনাটি বিষয়ও নজর রাখেন নীলাঞ্জন। গায়িকার খাবার থেকে যোগ ব্যায়ামের সব খেয়াল রাখেন। ডায়েট মাফিক স্ত্রীকে খেতে বলেন। বর্তমানে গায়িকা স্বাস্থ্যই সম্পদ- এই কথাটা মনেপ্রাণে বিশ্বাস করেন ইমনও। আর তাঁর যোগ ব্যায়ামের অনুপ্রেরণা হলেন নীলাঞ্জন। তাই যোগ-ব্যায়ামের মাধ্যমে নিজেকে সর্বদা ফিট রাখছেন।

Iman Chakraborty: শাড়ির বদলে স্পোর্টস ব্রা-তে ‘সেক্সি’ ইমন, গায়িকার নির্মেদ চেহারা দেখে মুগ্ধ নেটিজেনরা

কয়েক মাস ধরেই যোগব্যায়ামের ওপর বেশ ফোকাসড ইমন। মঙ্গলবার সক্কাল সক্কাল জাতীয় পুরস্কার জয়ী গায়িকার নতুন ট্রান্সফরমেশন অবাক করল নেটিজেনদের। নিজের পুরোনো ইমেজ ভেঙে দিয়ে নতুন অবতারে ধরা দিলেন। শাড়ি, সালোয়ার ছেড়ে এক্কেবারে কালো রঙের স্পোটর্স ব্রা আর জিম প্যান্টে একটি মিরর সেলফি পোস্ট করেন ইমন। গায়িকার নির্মেদ, ছিপছিপে চেহারা দেখে হতবাক অনুগামীরা। ছবির সাথে গায়িকা ক্যাপশনে লেখেন, ‘আরও অনেকটা পথ বাকি…গুড মর্নিং’। সুতরাং এখানেই থেমে থাকতে চান না ইমন। নিজেকে আরও ফিট করে তুলতে আরো কঠোর পরিশ্রম করতে আগ্রহী তিনি। শেয়ারের সাথে সাথে ভাইরাল।