Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Imd alert: ১২টি রাজ্যে বজ্রঝড় এবং বৃষ্টির সতর্কতা, কি হতে চলেছে পশ্চিমবঙ্গে?

Updated :  Monday, April 17, 2023 1:17 PM

সারাদেশে আবহাওয়া পরিবর্তন অব্যাহত। সক্রিয় ওয়েস্টার্ন ডিস্টার্বেন্সের কারণে উত্তর ভারতের অনেক রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। অনেক রাজ্যেই বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, রাজধানী দিল্লিতে দেখা যাবে বৃষ্টি। একই সাথে উত্তরপ্রদেশের আবহাওয়া অন্যরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরপ্রদেশ হরিয়ানা পাঞ্জাব এবং রাজধানী দিল্লিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজস্থানে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তুষারপাত এবং বৃষ্টিপাতের প্রক্রিয়া অব্যাহত থাকবে পাহাড়ি এলাকায়। পূর্বাঞ্চলীয় রাজ্য অসম, মেঘালয়, মনিপুর, নাগাল্যান্ড এবং মিজোরামে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভূমিধস এবং বজ্র ঝড়ের সম্ভাবনাও আছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

দক্ষিণের রাজ্যে এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কেরালা কর্ণাটক তামিলনাড়ু, মধ্য মহারাষ্ট্র এবং বিদর্ভ এলাকায় বৃষ্টির সতর্কতা রয়েছে। তাপ প্রবাহের সর্তকতা রয়েছে মধ্যপ্রদেশ ছত্রিশগড় পশ্চিমবঙ্গ বিহার এবং ঝাড়খন্ডে। পাশাপাশি অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তেলেঙ্গানায় আকাশে রয়েছে মেঘ তবে কিছু কিছু এলাকায় হিট স্ট্রোক এর সতর্কতা জারি করা হয়েছে। নয়ডা এবং মিরাটে জারি করা হয়েছে বৃষ্টির সতর্কতা। লখনৌতে রোদ ছায়ার খেলা চলছে। সেই এলাকায় আকাশ মেঘলা থাকবে এবং সেই কারণে তাপমাত্রা কম থাকার সম্ভাবনা রয়েছে।

উত্তরাখণ্ডে আগামী দিনে প্রচন্ড গরমের সর্তকতা জারি করা হয়েছে। তাপমাত্রা বৃদ্ধির কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। উত্তরাখণ্ডের প্রত্যেকটি জেলায় সমতল ভূমিতে তাপমাত্রার বাড়ার সম্ভাবনা রয়েছে। ক্রমাগত গরম বাড়বে। শুক্রবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রী সেলসিয়াস বেশি। বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪ থেকে ৫ দিন পর্যন্ত পাহাড়ী এবং সমতল এলাকায় তাপমাত্রা ৩ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। ২৫০০ মিটার উচ্চতর এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।