নিউজদেশ

IMD Weather Update: দোল পূর্ণিমা ঝড় জলে মাটি! এ বছরের দোল পূর্ণিমায় কি বৃষ্টিতে কাঁপবে ভারত?

রঙের উৎসব ঝড়জলের দাপটে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে

Advertisement

হোলির আগে আবারো আবহাওয়ায় বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। উত্তর ভারতের ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে ভারতীয় আবহাওয়া সংস্থা। গাত্রদাহের মতো গরমের সঙ্গে সঙ্গে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বেশ কয়েকটি রাজ্যে তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাসের কথা জানানো হয়েছে। পাহাড়ি এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। জানতে পারা যাচ্ছে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র এবং গুজরাটে ৫ থেকে ৮ মার্চ ২০২৩ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

পশ্চিমী ঝঞ্ঝার কারণে ৭ মার্চ থেকে উত্তর-পশ্চিম, পশ্চিম এবং মধ্য ভারতের বেশ কয়েকটি রাজ্যে আবহাওয়া প্রভাবিত হতে চলেছে। অন্যদিকে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে রবিবার রাজস্থানে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ৮ মার্চ পর্যন্ত পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, গুজরাট, এবং মারাঠাওয়াড়ায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে দক্ষিণ হরিয়ানা, পশ্চিম রাজস্থানে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে। ৮ মার্চ পর্যন্ত পূর্ব রাজস্থান এবং মধ্য মহারাষ্ট্রে এই ধরনের আবহাওয়া থাকবে।

তাপমাত্রা সংক্রান্ত বিষয়ে মৌসম ভবন জানিয়েছে আগামী দুই দিন মধ্য ভারতের তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না। তারপরে তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এছাড়াও আগামী দুই দিন উত্তর-পশ্চিম ভারতের ময়দান এলাকায় ঘন্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের রাজধানী দিল্লির সর্বাধিক তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

Related Articles

Back to top button