১৯৩০ সাল থেকেও ভয়ংকর হবে বর্তমান আর্থিক পরিস্থিতি, উদ্বেগ বাড়ালেন আইএমএফ প্রধান
১৯৩০-এর দশকের আর্থিক মহামারির চেয়েও মারাত্মক আকার ধারণ করবে করোনা পরবর্তী আর্থিক মন্দা। ৯ এপ্রিল বৃহস্পতিবার এমনই জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিভা। কোভিড -১৯ সংকট থেকে অর্থনৈতিক বিপর্যয় রোধে আরও বেশি আর্থিক সংস্থানের আহ্বান জানিয়েছেন তিনি।
করোনা ভাইরাস দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। তা বন্ধ করতে সমন্বিত রাজস্ব ও আর্থিক বৃদ্ধির বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আইএমএফ প্রধান। আইএমএফ-এর ওয়েবসাইটে পোস্ট করা একটি ব্লগ বার্তায় জর্জিভা বলেন, ‘১৯৩০ এর দশকে মহামন্দার পর থেকে বিশ্বব্যাপী সবচেয়ে খারাপ অর্থনৈতিক পতন দেখা যাবে ২০২০ সালে করোনা পরবর্তী সময়ে।’ একইসঙ্গে তিনি আরও জানান, ‘বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারি গত শতাব্দীর মহামন্দার তুলনায় বড় অর্থনৈতিক সঙ্কট সৃষ্টি করবে। তা পুনরুদ্ধারের জন্য ব্যাপক সহায়তার প্রয়োজন হবে।’
তিনি সমস্ত দেশকে সতর্ক করে বলেন, ‘২০হ০ সালে বিশ্বব্যাপী আর্থিক প্রবৃদ্ধি তীব্র ঋণাত্মক হয়ে উঠবে।’ আইএমএফ-এর ১৮০ সদস্য দেশের মধ্যে ১৭০ সদস্যের মাথাপিছু আয়ের হ্রাস ঘটবে। তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে, আমরা মহামন্দার পর থেকে সবচেয়ে খারাপ অর্থনৈতিক পরিণতির প্রত্যাশা করছি।’ পরিস্থিতি ভালো হলেও অর্থনৈতিক মন্দা আটকানো যাবে না। তাই আর্থিক ধাক্কা কাটাতে দেশের সরকারের প্রতি জীবনযাত্রার ধরন পাল্টানোর পরামর্শ দেন তিনি।