কিছুদিন আগেই এ. আর.রহমান (A.R.Rahman)-এর সুরে ‘নেহি সামনে’-র কভার সঙ গেয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী (Imon Chakraborty)। এই প্রজেক্টটির মিউজিক অ্যারেঞ্জার হলেন ইমনের হবু বর নীলাঞ্জন স্যান্যাল(Nilanjan sanyal)। মিউজিক ভিডিওগ্রাফি করেছেন শুভদীপ(subhadip)। ইমন চক্রবর্তী প্রোডাকশনের ব্যানারে আগামী বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই মুক্তি পেয়েছে ‘নেহি সামনে’র কভার সঙ।
এছাড়াও জি বাংলার জনপ্রিয় সিঙ্গিং রিয়েলিটি শো ‘সারেগামাপা’-র বিচারক ছিলেন ইমন। এদিন হয়ে গেল সারেগামাপা-র গ্র্যান্ড ফিনালে। গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন বিখ্যাত সুরকার ও গায়ক শঙ্কর মহাদেবন(Shankar Mahadeban)। শঙ্কর মহাদেবনের সঙ্গে দেখা করে শোয়ের মেন্টর ইমন যথেষ্ট উৎফুল্ল।
শঙ্কর মহাদেবন বলিউড ইন্ডাস্ট্রির কতিপয় সুরকারদের মধ্যে একজন যিনি নতুন প্রতিভাদের কাজ পেতে সাহায্য করেছেন। অরিজিৎ সিং (Arijit singh), অন্তরা মিত্র (Antara mitra), মোনালি ঠাকুর (Monali thakur)-দের মুম্বইতে টিকে যাওয়ার পিছনে শঙ্করের অবদান অনস্বীকার্য। শঙ্কর মহাদেবন ইমনের অনুপ্রেরণা। শঙ্করের সাথে ছবি তুলে ইন্সটাগ্রামে শেয়ার করে ইমন লিখেছেন, অবশেষে ভগবানের দর্শন পেলেন তিনি।














Ty Murray Net Worth Hits $6 Million — The Rodeo King’s Success Story Explained