জাতীয় স্তরে পুরস্কৃত হলো বাংলা।১০০ দিনের কাজে প্রথম হলো রাজ্য।শনিবার এই প্রাপ্তির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের এই প্রকল্পের কাজে প্রথম ও দ্বিতীয় হয়েছে বাঁকুড়া এবং কোচবিহার। এছাড়া কুলপিও ভালো ফল করেছে।
এর আগেও প্রশংসিত হয়েছে বাংলা।ভারত সরকারের গ্রামোন্নোয়ন মন্ত্রকের বিচারে এবছর এক নম্বরে রয়েছে বাংলা। এই কাজের সাথে যুক্ত প্রত্যেককে মুখ্যমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন সবাই মিলে যৌথভাবে কাজ না করলে এটি সম্ভব ছিলনা।প্রতিটি জেলার গ্রামস্তরের কর্মী এবং আধিকারিকদের কৃতিত্ব দিয়েছেন তিনি।
আরও পড়ুন : রাজ্য জুড়ে অশান্তি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
পরপর তিনবছর এভাবে প্রশংসিত হলো বাংলা।জাতীয় স্তরের এই পুরস্কার এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অনেকটা উৎসাহ জোগাবে এমনটাই মনে করা হচ্ছে।বাংলার জন্য এটি অনেক বড়ো সাফল্য।