দেশনিউজ

দিল্লির ডেপুটি মুখ্যমন্ত্রী সাইকেল চালিয়ে অফিস ছাড়লেন

Advertisement

দিল্লিতে দূষণের মাত্রা গত তিন বছরের তুলনায় অনেকটাই বেড়েছে। রাজধানীর বেশ কয়েকটি অঞ্চলকে যেনো ধোঁয়াশার মোটা কম্বলে ঘিরে ফেলেছে। এই পরিস্থিতিতে আগামীকাল ৫ তারিখ পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি খারাপ দৃশ্যমানতার জেরে ৩৭ টি বিমানের গতিমুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় আজ থেকে অর্থাৎ সোমবার ৪ই নভেম্বর থেকে দিল্লিতে ফের চালু হচ্ছে অড-ইভেন স্কিম৷ সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চালু থাকবে এই নিয়ম। একদিন অড নম্বর প্লেটের গাড়ি রাস্তায় নামবে আর পরেরদিন ইভেন নম্বর প্লেটের গাড়ি রাস্তায় নামবে। আপাতত ১৫ই নভেম্বর পর্যন্ত চালু থাকবে এই নিয়ম, জানানো হয়েছে দিল্লি সরকারের তরফ থেকে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সকলকে অনুরোধ করেছেন এই নিয়ম মেনে চলতে। এই নিয়ম কেউ অমান্য করলে ৪০০০ টাকা পর্যন্ত জরিমানা হবে বলে জানিয়েছে দিল্লি সরকার। প্রসঙ্গত দিল্লিতে এদিনও দূষণ কমার কোনো লক্ষণই দেখা যায়নি। দিল্লি-এনসিআর-এর বেশ কয়েকটি জায়গায় এয়ার কোয়ালিটি ইনডেক্স ৯০০ ছাড়িয়েছে। আর এরকম পরিস্থিতিতে আজ দেখা যায় সকালে রাজ্যের ডেপুটি সিএম মনিষ সিসোদিয়া সাইকেল চালিয়ে তাঁর কার্যালয় ছেড়ে চলে যান।

Related Articles

Back to top button