সন্ত্রাস দমনে ভারত মার্কিন মুকুলের মডেল অনুসরণ করুক, সুর চড়ালেন রাওয়াত
বৃহস্পতিবার চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত পরোক্ষভাবে পাকিস্তানের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন যে, কোনও দেশ যতদিন সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করবে ততদিন সন্ত্রাসবাদ বন্ধ করা যাবেনা। জাতীয় রাজধানীতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেনারেল রাওয়াত বলেন যে, সন্ত্রাসবাদকে যারা মদত দিচ্ছে তাদের কূটনৈতিক ভাবে বিচ্ছিন্ন করা এবং তাদের কালো তালিকাভুক্ত করা উচিত।
জেনারেল রাওয়াত বলেন, ‘আমাদের সন্ত্রাসবাদের অবসান ঘটাতে হবে এবং 9/11 এর পরে আমেরিকা যেভাবে শুরু করেছিল, সেইভাবেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শুধুমাত্র সন্ত্রাসবাদীদের শিক্ষা দিলেই হবেনা, যারা সন্ত্রাসবাদে মদত দিচ্ছে তাদেরও শিক্ষা দিতে হবে।’ তিনি আরও বলেন, ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করা যে কোনও দেশকে শিক্ষা দিতে হবে। তাদের কালো তালিকাভুক্ত করা উচিত বলে আমি মনে করি।’
আরও পড়ুন : এনপিআরের জন্য কোন ডকুমেন্টস বা বায়োমেট্রিক নেওয়া হবে না, জানাল সরাষ্ট্রমন্ত্রক
সেনাবাহিনী প্রধান জেনারেল এম এম নারভানে ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় অস্ত্র হিসাবে সন্ত্রাসবাদকে ব্যবহার করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পর জেনারেল রাওয়াত এই মন্তব্য করলেন। নারভানে আরও বলেছিলেন যে সরকার যদি এই বিষয়ে আদেশ জারি করে তবে সেনাবাহিনী পাকিস্তান অধিকৃত কাশ্মীরের দাবি আদায় করতে পদক্ষেপ নিতে রাজি আছে।