Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভারতে এলেই গ্রেপ্তার করা হবে নোবেল’কে, দায়ের হল এফআইআর

Updated :  Friday, May 29, 2020 7:53 AM

কৌশিক পোল্ল্যে: বাংলাদেশি গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল ত্রিপুরা পুলিশের কাছে। ত্রিপুরার এক জনৈক ব্যক্তি এই গায়কের বিরুদ্ধে অভিযোগ আনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে কুরুচিকর মন্তব্য করার কারনে। এই মর্মে ত্রিপুরা পুলিশ বিষয়টি খতিয়ে দেখে এবং বাংলাদেশি আইন বিভাগে এই অভিযোগ দায়ের হয়েছে ফলে গায়কের এদেশে আসা একপ্রকার অনিশ্চিত হল একথা বলা চলে। যদিও বাংলাদেশের আইনি তরফে কোনো প্রতিক্রিয়া আসেনি।

বেশ কয়েকদিন ধরেই বিতর্কিত মন্তব্যের জেরে খবরের শীর্ষে উঠে এসেছেন জি বাংলা ‘সা রে গা মা পা’ খ্যাত গায়ক নোবেল। অনুষ্ঠানে শেষে প্রথম না হতে পারার ক্ষোভ তিনি উগড়ে দিয়েছেন বিভিন্ন ভারতীয় ব্যক্তিত্বদের উপর। তার কটাক্ষের শিকার স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের জাতীয় সংগীত রবি ঠাকুরের লেখা ‘আমার সোনার বাংলা’ গানটি পরিবর্তন করার পক্ষে সরব হন নোবেল।

এরপর সদ্যই নিজের এক গানের প্রমোশনের তাগিদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গ এনে যথেষ্ট সমালোচনার মুখে পড়েন এই গায়ক। ভারতীয় ইউজারদের রোষের শিকার হয়ে শেষে ক্ষমাও চান তিনি। যদিও তার ভারতে প্রবেশের নিষেধাজ্ঞা নিয়ে ইতিমধ্যেই সওয়াল তুলেছেন ত্রিপুরার ওই ব্যক্তি। নিজের অভিযোগে এদেশে নোবেলের ভিসা বাতিলের দাবীও করেছেন তিনি। আইনসম্মত যুক্তি থাকায় নোবেলের বিরুদ্ধেই ঝুঁকছে ত্রিপুরা সরকার।

এই সকল বিতর্কের মাঝেই প্রকাশ্যে এসেছে আরও এক খবর। এই গায়ক সাত মাস আগেই গোপনে তার তৃতীয় বিয়েটি সেরেছেন পাঁচ লক্ষ টাকা পণের বিনিময়ে। যদিও দাম্পত্য জীবন নিয়েও চুপি ভেঙেছেন তারই প্রতিবেশী। জানা গিয়েছে প্রতিদিনই নিজের স্ত্রী’কে মারধর করেন নোবেল। এই খবর জানার পরই বাংলাদেশের নেটমহল নড়েচড়ে বসেছে যদিও তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ এখনও পর্যন্ত নেওয়া হয়নি।