নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে আজকে মিছিলে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে প্রতিবাদ মিছিলে নামেন বামেরাও। কিন্তু এই নাগরিকত্ব সংশোধনী আইন এর সমর্থনে বিজেপি মিছিলে নামে। বাঘাযতীন মোড়ে পুলিশ বিজেপির মিছিলে পতাকা এবং যার ফলে শুরু হয়ে যায় ধস্তাধস্তি এবং একজন বিজেপি কর্মী জখম হন এবং তার পরে মিছিল এগোতে না দিলে বিজেপি সমর্থকরা সুলেখা মোড়ে পথ আটকে বসে পড়েন এবং যার ফলে নিত্যযাত্রীদের ভোগান্তির শেষ থাকেনা ব্যাপক যানজট শুরু হয়।
মিছিলটি গড়িয়া থেকে শুরু করে পৌঁছে যাদবপুরের এইটবি বাসষ্ট্যান্ড পর্যন্ত। মিছিলে উপস্থিত নিয়েছিলেন লক্ষাধিক মানুষ। প্রথম দিকে মিছিল শান্তিপূর্ণভাবে হলেও বাঘাযতীন এর কাছে মিছিল আটকে দিলে শুরু হয়ে যায় উত্তেজনা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : উন্নাও গণধর্ষণ মামলার রায় ঘোষণা : আদালতে দোষী সাব্যস্ত বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার
মিছিলে যোগদান করেছিলেন প্রাক্তন সাংসদ অনুপম হাজরা, অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায়, দক্ষিণ কলকাতা শহরতলির জেলা সভাপতি সোমনাথ বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যরা।
এই মিছিলে ছেড়ে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে, রাস্তাগুলি যার ফলে নিত্যযাত্রী এবং স্কুল বাস গুলির দীর্ঘক্ষন যানজটে দাঁড়িয়ে থাকে। এক কথায় বলতে গেলে দক্ষিণ কলকাতা একেবারে অবরুদ্ধ হয়ে পড়ে।
তবে বিজেপি নেতা অনুপম অভিযোগ করেন যে, ‘এই নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে তারা শান্তিপূর্ণ মিছিল করছিলেন, কিন্তু পুলিশ ইচ্ছা করে মিছিল আটকে দেয়।