গত বছরের মার্চ মাস থেকে গোটা বিশ্বের মানুষের কাছে অভিশাপের আরেক নাম করোনা ভাইরাস। চলতি বছরের শুরুতে এই ভাইরাসের প্রকোপ অনেক কমে গেলেও এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ভারতের বুকে আছড়ে পড়ে করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ। এই দ্বিতীয় ঢেউতে রীতিমতো নাজেহাল হয়ে পড়েছে গোটা দেশবাসী। টানা প্রায় দু মাস ধরে করোনা সংক্রমনের গ্রাফ গগনচুম্বী রূপ ধারণ করেছে। প্রতিদিন প্রায় ২ লাখের বেশি এই রোগে আক্রান্ত হচ্ছিল এবং সেই সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছিল মৃত্যুহার। স্বজনহারাদের কান্না মুখরিত ভারত দ্বিতীয় ঢেউয়ের আঘাতে কাবু হয়ে পড়েছিল। কিন্তু এরই মাঝে সুখবর জানা গিয়েছে। গত বৃহস্পতি এবং শুক্রবার পর পর দুই দিন ২ লাখের কম করোনা সংক্রমণ হয়েছে। শুক্রবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ৭৩ হাজার ৯২১ জন।
গতকাল অর্থাৎ শুক্রবার এর দৈনিক সংক্রমণের সংখ্যা গত ৪৫ দিনে সর্বনিম্ন। সেই সাথে গত ২৪ ঘন্টায় এই মারণ রোগের শিকার হয়েছেন ৩৬১৭ জন। পরিসংখ্যান নিরিখে আগের তুলনায় মৃত্যুহার অনেকটাই কমেছে। প্রসঙ্গত উল্লেখ্য, একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ২ লাখ ৮৪ হাজার ৬০১ জন। বর্তমানে গোটা ভারতে অ্যাক্টিভ করণা কেসের সংখ্যা ২২ লাখ ২৮ হাজার ৭২৪ জন। এখন দেশজুড়ে করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে চলছে টিকাকরন প্রক্রিয়া। এখনো অব্দি দেশে ২০ কোটি ৮৬ লাখ মানুষের টিকাকরণ সম্পন্ন হয়েছে।
গোটা দেশের পাশাপাশি গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৯৩ জন। পরিসংখ্যান নিরিখে বলা যেতে পারে বাংলায় কার্যত বিধিনিষেধের পর এই সংক্রমণ হার অনেকটাই কমেছে। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহের শেষে দৈনিক সংক্রমণে ৬ হাজারের হ্রাস দেখা গিয়েছে যা অত্যন্ত খুশির খবর। বাংলায় একদিনে কোভিড মুক্ত হয়েছেন ১৯ হাজার ৩৯৬ জন। গত ২৪ ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১৪৫ জন।














A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’