প্রভাসের ‘আদিপুরুষ’ মুভিতে ‘শিব’ হচ্ছেন অজয় দেবগণ

পরিচালক: এস. এস. রাজামৌলির বাহুবলী: দ্য বিগিনিং যেভাবে হিট হয়, তারপর থেকেই প্রভাসের ক্রেজ কয়েকগুণ বেশি বেড়ে যায়। বলিউডে প্রভাস মানেই প্রথম সারির মোস্ট হ্যান্ডসাম অভিনেতা। আজও বাহুবলীর প্রত্যেকটা সিন ভাবলেই প্রভাসের প্রতি ক্রেজ বেড়ে যায়। আবারও সেই ক্রেজ ফিরিয়ে আনতে চলেছে প্রভাস। শ্যুটিং শুরু হবে ‘আদিপুরুষ’ মুভির খুব শীঘ্র।

ওম রাউতের পরিচালনায় আদিপুরুষ ছবিতে প্রভাসের বিপরীতে খলনায়কের চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে। হ্যাঁ, নবাব থাকবেন রাবণের চরিত্রে। রাম-রাবণের যুদ্ধকেই আধুনিকতার মোড়কে দেখানো হবে এই মুভিতে। থাকবে অ্যাকশন আর ভিএফএক্সের ভরপুর সমাহার।

এই গল্পে শিবের ভুমিকায় থাকছেন অজয় দেবগণ। পরিচালক পিটিআই কে দেওয়া এক সাক্ষাৎকারে আগে জানিয়েছেন যে এই ছবির মূল গল্প হল দশরথ পুত্র প্রভু রামকে ঘিরেই। অনেকগুলি ভাষাতে এই মুভি রিলিজ হবে। হিন্দিতে তো হবেই, এর পাশাপাশি তেলেগু , কন্নড় , মালয়ালম ভাষাতেও ডাবিং করা হবে। সব কিছু ঠিক থাকলে ২০২২ সালে আদিপুরষ মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক।