২০১৯ সালে ১৪ ফেব্রুয়ারি ভারত সাক্ষী ছিল এক নৃশংসতার। পুলওয়ামায় অবন্তিপুরের থেকে জম্মু কাশ্মীর যাওয়ার পথে ৪৯ জন জওয়ান জঙ্গি হামলায় শহিদ হন। যার ফলে ৪৯ টি পরিবার হারিয়েছে তাদের আপনার মানুষকে। সেই ঘটনার একবছর পার হয়েছে। এদিন সস্ত্রীক রাজ্যপাল বাবুল সাঁতরার বাড়িতে যান। বাবুল সাঁতরার মৃত্যুর একবছর কেটে গিয়েছে কিন্তু সেই আপনজন হারানোর ক্ষত এখনোও মেটেনি পরিবারের কারোর।
রাজ্যপালকে দেখে কান্নায় ভেঙ্গে পড়েন বাবুল সাঁতরার মা। বাবলু সাঁতরার স্ত্রী ও মায়ের হাতে তুলে দেন ৫ লক্ষ টাকার চেক। সেখান থেকে চেঙ্গাইল হাইস্কুলের উদ্দেশে রওনা হন তিনি। বাবুল সাঁতরা সিআরপিএফের ৩৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ান ছিলেন। ২০০০ সালে সিআরপিএফে যোগ দিয়েছিলেন তিনি। বাবুল মারা যাবার পর তার বাড়িতে তখন অনেক নেতা মন্ত্রী দেখা করতে গিয়েছিলেন। মঙ্গলবার রাজ্যপাল বাবুলের পরিবারের লোকজনের সাথে দেখা করতে গেলে কান্নায় ভেঙ্গে পড়েন বাবুল সাঁতরার মা বনমালী দেবী। ছেলে হারানোর ব্যথা এখনো স্পষ্ট।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবাবুলের ছবির সামনেই কান্নায় ভেঙ্গে পড়া মাকে সামলে নিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি বলেন, বাবুলের অবদান কখনোও ব্যর্থ হবে না। তা কোনভাবেই টাকার বিনিময়ে মেটানো সম্ভব নয়। ভবিষ্যতেও সাঁতরা পরিবারের পাশে থাকার আশ্বাস দেন রাজ্যপাল। ঘণ্টাখানেক সেখানে থাকার পর চেঙ্গাইনের একটি স্কুলের উদ্দেশে রওনা হন তিনি। সেখানে একটি ভেন্ডিং মেশিন উদ্বোধনের পর কলকাতায় ফিরবেন বলে জানা গিয়েছে।