Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভালোবাসার বয়স হয় না, রায়গঞ্জে ৮০ বছরের পাত্রের সাথে বিয়ে হল ৭০ বছরের পাত্রীর

Updated :  Sunday, January 31, 2021 11:40 PM

পাত্রের বয়স ৮০ ও পাত্রীর বয়স ৭০ এর কাছাকাছি। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হল। কি শুনে অবাক হলেন তো! হ্যাঁ এমনটাই ঘটেছে রায়গঞ্জ। বিয়ের দীর্ঘ ৫৫ বছর পর ফের চার হাত এক হল ৮০ বছরের স্বামীর সাথে ৭০ বছরে স্ত্রীর। গত শনিবার রাতে বেশ ধুমধাম করে বিবাহ সম্পন্ন করল রায়গঞ্জের এই বৃদ্ধ দম্পতি। আসলে তারা ঠিক ৫৫ বছর আগে ১৬ মাঘ বাংলাদেশ আত্রাই নদীর পাড়ে বিয়ে করে সংসার করার পথে পা বাড়িয়েছিল। বিয়ে হয়েছিল রিলিপ কুমার রায়ের সাথে গৌরী দেবীর। তারপর অনেক বছর কেটে গেছে। এখন তাদের বসতি উত্তর দিনাজপুর রায়গঞ্জ শহরে।

বৃদ্ধ-বৃদ্ধা দামপত্তি উত্তর দিনাজপুর রায়গঞ্জ শহরের মিলন পাড়ায় থাকে। তাদের সংসারে আছে ছেলে, মেয়ে, নাতি-নাতনিরা। গত শনিবার দম্পতির ৫৬ তম বিবাহ বার্ষিকী ছিল। সেই বিবাহ বার্ষিকীতে আবারও তারা বর বউয়ের বেশে সেজে বিয়ে করেছেন। তবে সেটা আবার এমনি এমনি বিয়ে নয়। একেবারে ঘটা করে মন্ত্র পড়ে সব রকম নিয়ম মেনেই বিয়ে হয়েছে। তারা তাদের পুনর্বিবাহতে পুরোহিতের মন্ত্রের সাথে শুভদৃষ্টি, সাতপাক, মালাবদল করেছে। এমনকি ফের সিঁদুর দানও হয়েছে। বিয়ের সাথে সাথে জমজমাট নৈশভোজের আয়োজন করেছিল পরিবার।

ওই দম্পতির নাতি-নাতনিরাই এই বিয়ের সম্পূর্ণ আয়োজন করেছিল। এখনকার দিনকালে নিজের মা-বাবা বা দাদু ঠাম্মার প্রতি এমন ভালোবাসা সত্যিই ভাবা যায় না। অনেকেই বয়সকালে তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে নিজেদের ঘাড়ের বোঝা নামিয়ে নিতে চায়। কিন্তু এই পরিবার তাদের বাবা-মার প্রতি শ্রদ্ধাশীল। বিয়ে দিতে আসা পুরোহিত জানিয়েছে, “এরকম বিয়ে দেওয়া আমার প্রথম অভিজ্ঞতা। যারা বাবা-মাকে বয়স হলে অবহেলা করে তাদের শিক্ষার জন্য বিয়ের অনুষ্ঠান বার্তাবাহক হয়ে উঠুক।”