Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রাজ্যে ২১টি দূরপাল্লার ট্রেন বাতিল রেলের, দেখুন বাতিল ট্রেনের তালিকা

Updated :  Saturday, December 4, 2021 11:07 PM

ঘূর্ণিঝড় জাওয়াদের জেরে শনিবার ৪১ টি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল। আপাতত ১৭ টি আপ ট্রেন বাতিল করা হয়েছে। শুধু জাওয়াদ নয়, আগামী কয়েকদিন ধরে হাওড়া, সাঁতরাগাছি, শালিমার থেকে ছাড়বে, এমন একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। না এর জন্য কোনো ঘূর্ণবাত দায়ী নয়।

এই ট্রেনগুলি বাতিল করার কারণ হল দক্ষিণ-পূর্ব-মধ্য রেলের বিলাসপুর ডিভিশনে কিছু কাজ চলবে। সেজন্য আজ ৫ ডিসেম্বর থেকে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত একাধিক ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল। ইতিমধ্যে কয়েকটি ট্রেন কিছুদিন চলেনি। আগামী কয়েকদিন হাওড়া, সাঁতরাগাছি, শালিমার থেকে নিম্নলিখিত কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।

একনজরে দেখে নিন কী কী ট্রেন বাতিল করা হয়েছে –

১. ১২৮৭০ হাওড়া-মুম্বই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস এক্সপ্রেস: আগামী ১০ ডিসেম্বর বাতিল থাকবে।

২.১২৮৬৯ মুম্বই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস-হাওড়া এক্সপ্রেস: আগামী ১২ ডিসেম্বর বাতিল থাকবে।

৩.১২৭৬৭ হুজুর সাহেব নান্দেড-সাঁতরাগাছি এক্সপ্রেস: আগামী ৬ ডিসেম্বর বাতিল থাকবে।

৪.১২৭৬৮ সাঁতরাগাছি-হুজুর সাহেব নান্দেড এক্সপ্রেস: আগামী ৮ ডিসেম্বর বাতিল থাকবে।

৫.২০৮২২ সাঁতরাগাছি-পুণে এক্সপ্রেস: ৪ ডিসেম্বর বাতিল থাকবে।

৬.২০৮২১ পুণে-সাঁতরাগাছি এক্সপ্রেস: আগামী ৬ ডিসেম্বর বাতিল থাকবে।

৭.১২৮১২ হাতিয়া-লোকমান্য তিলক সুপারফাস্ট এক্সপ্রেস: ৪ ডিসেম্বর।

৮.১২৮১১ লোকমান্য তিলক-হাতিয়া সুপারফাস্ট এক্সপ্রেস: আগামী ৬ ডিসেম্বর।

৯.২২১৬৯ রানি কমলাপতি (হাবিবগঞ্জ)-সাঁতরাগাছি এক্সপ্রেস: আগামী ৮ ডিসেম্বর বাতিল থাকবে।

১০.২২১৭০ সাঁতরাগাছি-রানি কমলাপতি (হাবিবগঞ্জ) এক্সপ্রেস: আগামী ৯ ডিসেম্বর বাতিল থাকবে।

১১.২০৯৭১ উদয়পুর-শালিমার এক্সপ্রেস: ৪ ডিসেম্বর বাতিল থাকবে।

১২.২০৯৭২ শালিমার-উদয়পুর এক্সপ্রেস: আগামী ৬ ডিসেম্বর বাতিল থাকবে।

১৩.২২৫১২ কামাখ্যা-লোকমান্য তিলক এক্সপ্রেস: ৪ ডিসেম্বর বাতিল থাকবে।

১৪.২২৫১১ লোকমান্য তিলক-কামাখ্যা এক্সপ্রেস: আগামী ৭ ডিসেম্বর বাতিল থাকবে।

১৫.১২৮০৯ মুম্বই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস-হাওড়া এক্সপ্রেস: আগামী ৭ ডিসেম্বর বাতিল থাকবে।

১৬.১২১৫১ লোকমান্য তিলক এক্সপ্রেস-হাওড়া: আগামী ৮ ডিসেম্বর থাকবে।

১৭.১২১৫২ হাওড়া-লোকমান্য তিলক এক্সপ্রেস: আগামী ১০ ডিসেম্বর বাতিল থাকবে।

১৮.১২৯৪৯ পোরবন্দর-সাঁতরাগাছি এক্সপ্রেস: ৩ ডিসেম্বর বাতিল থাকবে।

১৯.১২৯৫০ সাঁতরাগাছি-পোরবন্দর এক্সপ্রেস: আজ রবিবার ৫ ডিসেম্বর বাতিল থাকবে।

২০.২২৮৪৩ বিলাসপুর-পাটনা এক্সপ্রেস: আগামী ১০ ডিসেম্বর বাতিল থাকবে।

২১. ২২৮৪৪ পাটনা-বিলাসপুর এক্সপ্রেস: আগামী ১২ ডিসেম্বর বাতিল থাকবে।