হঠাৎই শীত উধাও হয়েছে বঙ্গে, মকর সংক্রান্তির দিন বেলা বাড়তে বাড়তে পারদ আস্তে আস্তে হয় ঊর্ধ্বমুখী। তারপর থেকে শীতের প্রত্যাবর্তন আর সেভাবে লক্ষ করা যায়নি। তবে জানুয়ারির শেষ না হওয়ার আগেই শীতের আমেজ শেষ?
আবহাওয়া দফতর সূত্রে খবর, জানুয়ারির গরম কমাতে আসছে বৃষ্টি। শনিবার তারা জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্জার প্রভাবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। রবিবার থেকেই মেঘলা হতে পারে কলকাতার আকাশ এবং মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর আবহাওয়া দফতর সূত্রে। আগামী এক সপ্তাহের মধ্যে শীতের ঠান্ডা আমেজ ফেরার সম্ভাবনা নেই।
আরও পড়ুন : তিন নথি দেখালেই পাওয়া যাবে ভারতের নাগরিকত্ব
শনিবার কলকাতার তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চাইতে ৪ ডিগ্রি বেশি। কবে শীত ফিরবে বা আদৌ শীতের আমেজ বঙ্গে ফিরবে কিনা সেই বিষয়ে কোনো নিশ্চয়তা জানা যায়নি। আবহাওয়া দফতর জানিয়েছে, আগত পশ্চিমী ঝঞ্জার পর আরও একটি ঝঞ্জা ঢুকবে কাশ্মীরে এবং তারপরেরটি আসবে ২৪ জানুয়ারি নাগাদ। তাই আগামী এক সপ্তাহের মধ্যে উত্তুরে হাওয়া জোরদার হওয়ার সম্ভাবনা নেই।