প্রীতম দাস, নিজস্ব প্রতিনিধি : কিছুদিন পরেই শত্রুবিনাসিনি ও জগৎ রক্ষাকারিনী মা কালিকার পূজা প্রস্তুতি রাজ্য সহ গোটা দেশে শুরু হয় গিয়েছে। দুর্গাপূজায় কলকাতা , জগদ্ধাত্রী পূজা তে চন্দননগর ও কালীপূজা মানে বারাসাত। জাকজমক এর দিক থেকে কালীপূজাতে বারাসাত বরাবরই সবার কাছে বেশি প্রিয়। বারাসাতে বহু নামি পূজা হয় তার মধ্যে অন্যতম নবোপল্লি এসোসিয়েশন।
প্রতিবারের মত এবারও বারাসাত নবোপল্লি অ্যাসোসিয়েশন এবার গুজরাট এর সোমনাথ মন্দিরের আদলে মণ্ডপ সজ্জা করছে বলে সূত্র মারফত খবর। বিগত আড়াই মাস ধরে ১০০ জন লোক মণ্ডপ তৈরির কাজ করছে। এখনও পুরো কাজ সম্পূর্ণ হয়নি। তবে এবার নবপল্লী এসোসিয়েশন এর সোমনাথ মন্দির এর কারুকার্য দর্শকদের মনোরঞ্জন করবে সে ব্যাপারে সন্দেহ নাই।