Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

AIS for taxpayers: করদাতাদের জন্য প্রথমবার বিশেষ অ্যাপ্লিকেশন নিয়ে এলো কেন্দ্র, ট্যাক্স রিফান্ড সহ পাওয়া যাবে একাধিক তথ্য

Updated :  Friday, March 24, 2023 10:02 PM

করদাতাদের নতুন করে সুবিধা দিতে একেবারে আয়কর দপ্তরের তরফ থেকে চালু করা হলো একটি নতুন অ্যাপ্লিকেশন। AIS ফর ট্যাক্স পেয়ারস নামের এই অ্যাপ্লিকেশন সম্প্রতি ভারতের করদাতাদের জন্য লঞ্চ করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে করদাতারা তাদের ফোনের মাধ্যমেই ট্যাক্সপেয়ার ইনফরমেশন সামারি পেতে পারবেন। এই মোবাইল অ্যাপ্লিকেশনটি গুগল প্লে এবং অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। এই অ্যাপের মাধ্যমে এক ক্লিকে টিডিএস, টিসিএস, শেয়ার লেনদেন, ইনকাম ট্যাক্স রিফান্ড এর সম্পর্কে সমস্ত তথ্য পাওয়া যাবে।

বিশেষজ্ঞরা মনে করছেন এই অ্যাপের মাধ্যমে করদাদাদের অনেক কাজ অনেক সহজ হয়ে যাবে। গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে আয়করদাতারা এই মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন। প্যান কার্ড রেজিস্ট্রেশন করার পরে এই অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে। চলুন তাহলে এবার গোটা প্রক্রিয়াটা জেনে নেওয়া যাক।

১. এজন্য প্রথমে আপনাকে আপনার ফোনে গুগল প্লে স্টোর খুলতে হবে এবং তারপর সার্চ অপশনে AIS for Taxpayers লিখে সার্চ করতে হবে

২. এই অ্যাপ্লিকেশন এলে ইন্সটল অপশনে ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে।

৩. তারপরে এই অ্যাপ্লিকেশন খুলে প্যান কার্ডের নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য রেজিস্টার করা নম্বরে ওটিপি আসবে। এই ওটিপি এবং ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত ইমেইলের মাধ্যমে ভেরিফাই করতে হবে আপনাকে।

৪. এরপরে আপনাকে একটি চার সংখ্যার পিন সেট করতে হবে মোবাইলেই এই অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে।

আয়কর তা তারা তাদের মোবাইল ফোনে এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে ৪৬ ধরনের লেনদেনের তথ্য পেয়ে যাবেন। এছাড়া আয়কর রিটার্ন ফাইল করা আরো সহজ হয়ে উঠবে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এই অ্যাপের গাইডেন্সের মাধ্যমে করদাতারা আইটিআর ফাইল করার সময় অহেতুক ভুল এড়াতে পারবেন। কোন একটি আর্থিক বছরে একজন করদাতা যে পরিমাণ অর্থ উপার্জন করছেন, তা যাবতীয় হিসাব এখানে থাকবে। বেতন ছাড়াও স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সহ সমস্ত ধরনের বিনিয়োগ এখানে দেখা যাবে।