Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Budget 2020 : এবছর বাজেটে আয়করে বড়সড় ছাড়, ইঙ্গিত অর্থমন্ত্রীর

Updated :  Friday, January 24, 2020 11:32 AM

দেশের আর্থিক অবস্থা তলানিতে আর সেই অবস্থায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন। তবে এবারের বাজেটে আয়কর ছাড়ে সম্ভাবনা থাকবে। হিসাব অনুয়ায়ী ৭ লাখ আয়ে ৫শতাংশ, ৭-১০ লাখ আয়ে ১০ শতাংশ কর ছাড় মিলবে। যেখানে এখন ৫ লাখ পর্যন্ত আয় করমুক্ত। ৫-১০ লাখ আয়ে ২০ শতাংশ, ১০ লাখের বেশি আয় হলে ৩০ শতাংশ কর ধার্য করা হয়।

তবে নিত্য প্রয়োজনীয় একাধিক জিনিষে মূল্য বৃদ্ধি হতে পারে এই বাজেটে। যেমন – সাবান,শ্যাম্পু ইত্যাদি। এবারের বাজেটে মধ্যবিত্তদের কোন সুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে। শুল্ক বাড়ানো হতে পারে যেসব দ্রব্যে সেগুলি হল – খেলনা, আসবাব,জুতো,কাগজ,রবার ইত্যাদি। বর্তমানে জুতোয় ২৫ শতাংশ শুল্ক রয়েছে যাতে অর্থমন্ত্রক ৩৫ শতাংশ শুল্ক বৃদ্ধির প্রস্তাব এনেছে, কাঠের আসবাবে ২০ শতাংশ আছে যা ৩০ শতাংশ করা হবে,রবারের টায়ারে শুল্ক ৪০ শতাংশ হতে পারে যা বর্তমানের তুলনায় ১০-১৫ শতাংশ বেশি।

আরও পড়ুন : ‘কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চাই না’ ট্রাম্পের প্রস্তাব ফিরিয়ে জবাব ভারতের

কাগজের ক্ষেত্রে দ্বিগুণ শুল্ক অর্থাৎ ২০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। ধাতব খেলনার ক্ষেত্রে শুল্ক ১০০ শতাংশ করা হবে যা ২০ শতাংশ আছে। শুল্ক বৃদ্ধির ফলে ক্ষুদ্র শিল্প বৃদ্ধির সম্ভাবনার পাশাপাশি চাকরির সুযোগ যেমন বাড়বে, উঠে আসবে রেভিনিউ, তেমনি শুল্ক বাড়লে স্বাভাবিক ভাবেই বেড়ে যাবে দাম, এমনটাই অনুমান করা হচ্ছে।