Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সীমান্তে উত্তেজনা অব্যাহত, সেনা বাড়াচ্ছে দুই দেশ

Updated :  Friday, September 11, 2020 4:07 PM

লাদাখ: ভারত-চিন সীমান্তে উত্তেজনা এখনও অব্যাহত। দুই দেশের বিদেশমন্ত্রকের মধ্যে হওয়া বৈঠকের পরও মেলেনি কোনও সমাধান সূত্র। বরং দিনের-পর-দিন লাদাখে ভারত-চিন সীমান্তের পরিস্থিতি আরও উদ্বেগজনক হচ্ছে। এমন অবস্থায় দুই দেশের পক্ষ থেকেই সেনা বাড়ানো হয়েছে সীমান্তে।

জানা গিয়েছে, বিশেষ করে লাদাখের দক্ষিণ প্রান্তে প্যাংগং লেক বরাবর ফিঙ্গার পয়েন্টগুলিতে সেনা বাড়িয়েছে ভারত। গত একদিনে দফায় দফায় ওখানে সেনা ট্যাঙ্ক পাঠানো হয়েছে। ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, তারা আশঙ্কা করছে যে, এবার ফিঙ্গার থ্রি দখল করার চেষ্টা করতে পারে লাল ফৌজ। তাই এতোটুকু ঝুঁকি নিতে নারাজ ভারতীয় সেনা।

শুক্রবার সকাল এগারোটা নাগাদ দুই দেশের সেনা কর্তারা আলোচনায় বসেন। গত বেশ কয়েকদিন ধরে দুই দেশের সেনা কর্তাদের মধ্যে বেশ কয়েকবার বৈঠক হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, আরও কয়েকবার বৈঠক হতে পারে। কারণ, দুই দেশের সেনাদের ক্রিয়া-কলাপের ওপর নজর রাখছেন সেনা কর্তারা।

প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তকে বেশি গুরুত্ব দিচ্ছে ভারত। কারণ, সে দিক থেকেই চিনা সেনাদের ওপর নজরদারি চালাচ্ছে ভারতীয় সেনা। এদিকে রিজলাইনে আরও বেশি সেনা মোতায়েন করেছে চিন। সব মিলিয়ে লাদাখে ভারত-চিন সীমান্তে অবস্থা আরও অনেক বেশি উদ্বেগজনক হয়ে রয়েছে। পরবর্তী সময়ে কোন দিকে সীমান্তের পরিস্থিতি মোড় নেয়, এখন সেটাই দেখার।