সাম্প্রতিক জম্মু ও কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা বাতিল করার পর ভারত ও পাকিস্তান এই দুই দেশের মধ্যে সমস্যা ক্রমশ জটিল থেকে জটিলতম হয়ে উঠেছে। দুই দেশের সম্পর্কের মধ্যে তিক্ততার পারদ ক্রমশ বেড়েই চলেছে। এক দেশ যখন শান্তি বজায় রাখার চেষ্টা করছে, তখন অন্যদিকে অপর দেশ শান্তি ভঙ্গ করতে তৎপর। কিন্তু পাকিস্তানের এই উদ্ধতপূর্ণ কর্মে পিছু হটে নি ভারত বরং বারংবার পাকিস্তানকে দিয়েছে পাল্টা জবাব।আবারও একবার ভারতীয় সেনাদের শক্তির সম্মুখীন হল পাকিস্তান জঙ্গি বাহিনী।
সম্প্রতি জম্মু ও কাশ্মীরের টাঙ্গধর সেক্টরে পাকিস্তানিরা অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে দুই ভারতীয় সৈন্যকে হত্যা করে। এবং পাকিস্তানি সেনারা ভারতীয় এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করে। এই ঘটনার জেরে পাল্টা হামলা চালায় ভারতীয় সেনা।টাঙ্গধর সেক্টরের বিপরীতে পাকিস্তানের অন্তর্ভুক্ত কাশ্মীরে পাকিস্তানের জঙ্গিদের ক্যাম্পে আক্রমণ করে ভারতীয় সেনা। জঙ্গিদের ক্যাম্পকে নিশানা করে ভারতীয় সেনারা আর্টিলারি বন্দুক দিয়ে গুলি নিক্ষেপ করতে থাকে। ভারতীয় এলাকায় জঙ্গি প্রবেশের প্রতিশোধ নেওয়ার জন্য করা হয় এই আক্রমণ।