দেশে করোনা আক্রান্তের সংখ্যা বার বার পুরোনো রেকর্ড ভাঙছে। গত একদিনে ফের রেকর্ড সংক্রমণ হয়েছে।যা এখনও পর্যন্ত সর্বাধিক সংক্রমণ। দেশে গত একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ৯০২ জন। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লক্ষ ৭৭ হাজার ৬১৮ জন। শুধু আক্রান্তের সংখ্যাই নয়, এর সাথে বেড়ে চলেছে মৃতের সংখ্যা। দেশে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫৪৩ জনের।
মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৮১৬ জন। এই পর্যন্ত সক্রিয় আক্রান্তের সংখ্যা হয়েছে ৩ লক্ষ ৭৩ হাজার ৩৭৯ জন। সুস্থ হয়েছেন ৬ লক্ষ ৭৭ হাজার ৪২৩ জন। ভারতে যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে সেক্ষেত্রে ভারত সেপ্টেম্বরে করোনা আক্রান্তের শীর্ষে পৌঁছে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ভবিষ্যতে এই করোনা আরও ভয়াবহ আকার নেবে এমনটাই মনে করা হচ্ছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকরোনা নিয়ে আইসিএমআর-র কার্ডিওলজি বিভাগের প্রধান কে শ্রীনাথ রেড্ডি জানিয়েছেন, ভারতে যেভাবে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখন যদি সরকারের পক্ষ থেকে কোনো কড়া ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে আরও বড় সংকটের মধ্যে পড়বে দেশ।