ভারতে দ্রুতগতিতে বাড়ছে মৃতের সংখ্যা। দেশ মৃতের সংখ্যা ২০০০-র গন্ডি পার করে ফেলেছে। গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে ১২৭ জনের। ফলে দেশে মোট করোনাতে মৃত্যু হয়েছে ২১০৯ জনের। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬২ হাজার ৯৩৯ জন।
সুস্থ হয়েছেন ১৯ হাজার ৩৫৮ জন। দেশের মধ্যে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়ে ২০ হাজার ২২৮ জন, মৃত্যু হয়েছে ৭৭৯ জনের। আক্রান্তের সংখ্যা বাড়ছে গুজরাতেও। মোট আক্রান্ত ৭ হাজার ৭৯৬ জন, মারা গেছেন ৪৯২ জন। তৃতীয় স্থানে রয়েছে রাজধানী শহর দিল্লি। মোট আক্রান্ত ৬ হাজার ৫৪২ জন, তবে মৃতের সংখ্যা অনেকটাই কম। এখনও পর্যন্ত দিল্লিতে করোনা আক্রান্ত হয়ে ৭৩ জনের মৃত্যু হয়েছে। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৫৩৫ জন, মৃত্যু হয়েছে ৪৪ জনের। পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৭৮৬ জন আর মৃত্যু হয়েছে ১৭১ জনের।
দেশে আক্রান্তের সংখ্যা বাড়লেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন ভারত সবরকম খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত আছে। বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলির মতো করোনা ভাইরাস ভয়ঙ্কর আকার নিতে পারবে না ভারতে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেনে করোনা বেশ জোরালো আকার নিয়েছে। সেরকম অবস্থা ভারতে হবে না, এমন আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।