ভারতে যে হারে করোনা সংক্রমণ বাড়ছে, খুব দ্রুতই আমেরিকার পরে স্থান পেতে চলেছে ভারত। সোমবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা আড়াই লক্ষ ছাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশে মোট মৃত্যু হয়েছে ৭ হাজার ১৩৫ জন। মৃতের সংখ্যাও বাড়ছে। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে। মোট আক্রান্তের প্রায় ৫০% সুস্থ হয়েছেন। দেশে মোট সুস্থ হয়েছে ১ লক্ষ ২৪ হাজার ৯৪ জন। আর করোনা সক্রিয় কেস রয়েছে ১ লক্ষ ২৫ হাজার ৩৮১ জন।
দেশের মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্ত ৮৫ হাজার ৯৭৫ জন। যার মধ্যে সুস্থ হয়েছে ৩৯ হাজার ৩১৪ জন। আর সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ৬০১ জন। মৃত্য হয়েছে ৩ হাজার ৬০ জন। এরপরেই দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। মোট আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ২২৯ জন।
এদিকে আজ থেকেই পঞ্চম দফার লকডাউনে আনলক ১ চালু হচ্ছে। আজ থেকে ধর্মীয় স্থান, শপিং মল ও রেস্তোরাঁ খোলা হচ্ছে। তবে সব ক্ষেত্রেই বিধিনিষেধ মানতে হবে। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার প্রত্যেক ক্ষেত্রে জন্য আলাদা গাইডলাইন তৈরী করে দিয়েছে। সামাজিক দূরত্বতা বজায় রাখতে হবে। কোনোরকম জমায়েত করা যাবে না। আর মাস্ক ও গ্লাভস পড়া বাধ্যতামূলক করা হয়েছে।