৫০ হাজার টাকা বেতনে এবার কলকাতার টাকশালে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফ থেকে। সেই মর্মে ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট, সিকিউরিটি প্রিন্টিং এন্ড মাইনিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর ওয়েবসাইটে একটি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চুক্তির ভিত্তিতে সিকিউরিটি অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে এবং নিয়োগের পর বেতন দেওয়া হবে প্রতি মাসে ৫০ হাজার টাকা।
যে সমস্ত প্রার্থী আগে প্রতিরক্ষা বিভাগে অথবা আধা সামরিক বাহিনীতে অথবা রাজ্য পুলিশে কাজ করেছেন তারা এই কাজের জন্য আবেদন করতে পারবেন। ৬২ বছর বয়সের মধ্যে ব্যক্তিরা আবেদন করতে পারবেন। প্রথমে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে এবং তারপরে প্রয়োজন অনুযায়ী কাজের মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। এই নিওভাবে সম্পূর্ণরূপে ইন্টারভিউ এর মাধ্যমে।
সিকিউরিটি প্রিন্টিং এন্ড মাইনিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে আপনাকে হোমপেজ থেকে কেরিয়ার অপশনে যেতে হবে। সেখানেই আপনি বিজ্ঞপ্তি দেখতে পাবেন এবং বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন। এই আবেদন পত্র ডাউনলোড করে পূরণ করে প্রয়োজনীয় নথি চিফ জেনারেল ম্যানেজারকে উদ্দেশ্য করে আপনাকে পাঠাতে হবে। এর সাথেই আপনার কাজের সম্পূর্ণ তথ্য দিয়ে দিতে হবে। ২১ মার্চ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং ২১ তারিখ থেকে ১৫ দিন পর্যন্ত সময় রয়েছে এই আবেদন পত্র জমা করার। বিস্তারিত তথ্যের জন্য আপনি ওয়েবসাইট দেখতে পারেন।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside