বর্তমানে অনেকেই নিজের ব্যবসা করতে চাইছেন এবং চাকরি ছেড়ে ব্যবসা করে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাইছেন। কিন্তু ব্যবসা শুরু করার ক্ষেত্রে সব থেকে আগে যে দিক থেকে বাধা আসে তা হলো টাকা। অনেকে ব্যাংক থেকে লোন নিতে চান কিন্তু ব্যাংকের থেকে লোন নিলে গ্যারান্টি হিসেবে কিছু একটা জমা রাখতে হয়। তবে এক্ষেত্রে সরকারের এমন একটি প্রকল্প রয়েছে যা সমস্যা সমাধান করতে পারে। এখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী স্বনিধি স্কিমের কথা। এই প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সরকার কোন গ্যারান্টি ছাড়াই ১০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে। কিভাবে তাহলে এই ঋণের জন্য আবেদন করবেন? চলুন এই সহজ পদ্ধতি জেনে নেওয়া যাক।
মূলত করোনার সময় PM SWANIDHI SCHEME অত্যন্ত কার্যকরী হিসেবে প্রমাণিত হয়েছিল। ঠেলাগাড়িতে বসা ব্যবসায়ী থেকে শুরু করে রাস্তার হকার এবং ছোট ব্যবসায়ীরা করোনাকালে এই প্রকল্পের সুবিধা নিয়েছিলেন। এই প্রকল্পের আওতায় সাধারণ মানুষ ১০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারতেন।
এই প্রকল্পের সবথেকে ভালো বিষয়টি হলো, এই প্রকল্পের আওতায় কোন রকম গ্যারান্টি ছাড়া আপনি লোন পেয়ে যাবেন। তবে লোনের এমাউন্ট মোট তিন বারে আবেদনকারীর একাউন্টে জমা পড়বে। অন্যদিকে ঋণ শোধ করার ক্ষেত্রে এক বছরের সময় আপনি পাবেন। এছাড়াও প্রতি মাসে একটি নির্দিষ্ট কিস্তিতে আপনি লোন শোধ করতে পারেন।
এই প্রকল্প অনুযায়ী যদি আপনি লোন গ্রহণ করেন তাহলে লোনের উপরে ৭ শতাংশ হারে আপনাকে সুদ দিতে হবে। যদি কোন ব্যক্তি একবার ঋণ পরিশোধ করেন সেক্ষেত্রে তিনি আগের বারের তুলনায় দ্বিগুণ লোন নেওয়ার যোগ্য হয়ে যান। এছাড়া ডিজিটালি এই ঋণের ইএমআই দিলে আপনি বেশ কিছু টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। সে ক্ষেত্রে সুদের হার শেষ পর্যন্ত অনেকটা কমে যাবে। তবে এই প্রকল্পের আওতায় বিনা গ্যারান্টিতে লোন নিতে হলে আপনার কাছে একটা ডকুমেন্ট কিন্তু থাকতেই হবে এবং সেটা হলো আধার কার্ড। এই ডকুমেন্ট নিয়ে যেকোন সরকারি ব্যাংকে গিয়ে আপনি এই ঋণ গ্রহণ করতে পারেন।