চিনকে যোগ্য জবাব দিতে স্পাইস-২০০০ বোমা কিনছে ভারত, জানুন এর ক্ষমতা

অরূপ মাহাত: চিনের সঙ্গে সীমান্ত সংঘাত বাধছে প্রতিনিয়ত। সেই সংঘাত ক্রমশ যুদ্ধের দিকে এগোচ্ছে। সীমান্ত বরাবর শক্তি বাড়াচ্ছে চিন। এই অবস্থায় নিজেদের শক্তি বাড়ানোর দিকে নজর দিল ভারতও। পুলওয়ামা হামলার…

Avatar

অরূপ মাহাত: চিনের সঙ্গে সীমান্ত সংঘাত বাধছে প্রতিনিয়ত। সেই সংঘাত ক্রমশ যুদ্ধের দিকে এগোচ্ছে। সীমান্ত বরাবর শক্তি বাড়াচ্ছে চিন। এই অবস্থায় নিজেদের শক্তি বাড়ানোর দিকে নজর দিল ভারতও। পুলওয়ামা হামলার প্রতিশোধে চালানো বালাকোটের এয়ার স্ট্রাইকে ব্যবহার করা স্পাইস – ২০০০ বোমা কিনছে ভারত। সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গেছে, চিন সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই এই বোমা আরও বেশি সংখ্যায় কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে৷

লাদাখের গালওয়ান উপত্যকা অঞ্চলের চিন সীমান্তে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়লে নিজেদের তিনটি সামরিক বাহিনীকে যেকোন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেয় ভারত। একইসঙ্গে তিন বাহিনীকেই দেওয়া হয় জরুরি প্রয়োজনে অস্ত্র কেনার জন্য বিশেষ আর্থিক ক্ষমতা৷ সেই ক্ষমতাবলেই ভারতীয় বায়ুসেনা এই স্পাইস ২০০০ বোমা কেনার সিদ্ধান্ত নিয়েছে৷

প্রসঙ্গত, বালাকোটের পাকিস্তানি জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে ভারতীয় বায়ুসেনা এই স্পাইস ২০০০ বোমা ব্যবহার করেছিল৷ এই বোমাগুলি ৭০ কিমি দূর থেকে লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে৷ শত্রুপক্ষের বাঙ্কার শক্তপোক্ত ঘাঁটিও ধ্বংস করে দিতে পারে এই নতুন স্পাইস ২০০০ বোমাগুলি। এই শক্তিশালী বোমার পাশাপাশি আমেরিকার থেকে এক্সালিবার প্রিসিশন গাইডেড মিসাইল কেনার প্রস্তুতিও নিচ্ছে ভারতীয় সেনা৷ একইসঙ্গে প্রয়োজন অনুযায়ী বেশ কিছু অস্ত্রশস্ত্র কেনার পরিকল্পনা করছে ভারতীয় নৌবাহিনীও৷ মূলত, চিনের সঙ্গে সমানে টক্কর দিতে নিজেদের তিন সামরিক বাহিনীকেই শক্তিশালী করতে চলেছে ভারত।

About Author