চিপক: বলের পরে এবার ব্যাটে ম্যাজিকাল অশ্বিন (Aswin), চেন্নাই (Chennai) টেস্ট জয়ের দোরগোরায় ভারত (India)। চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টের প্রথম ও দ্বিতীয় দিনে চিপক (Chipok) সাক্ষী থাকল যথাক্রমে হিটম্যান রোহিত শর্মার (Rohit Sharma) অসাধারণ ১৬১ রানের ইনিংস এবং ঘরের ছেলে অশ্বিনের ৫ উইকেটের অসাধারণ স্পেল। তৃতীয় দিনও চেন্নাইয়ে চালু থাকল ঘরের ছেলের ম্যাজিক। তবে বল হাতে নয়, এবার অশ্বিন কামাল দেখালেন ব্যাট হাতে। আজ ১০৬/৬ অবস্থায় ব্যাট করতে নেমে জীবনের পঞ্চম ও ঘরের মাঠে প্রথম শতরান হাঁকালেন তিনি।
দ্বিতীয় ইনিংসে মূলত তাঁর ও অধিনায়ক বিরাটের (৬২ রান) ব্যাটের উপর ভর করেই টেস্ট জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে ভারত। আজ ৫৪-১ স্কোরে ব্যাট করতে নেমে ১০৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে ভারত। বিরাট একদিকে দাঁড়িয়ে থাকলেও অন্যদিকে উইকেট পড়তে থাকে। এরপরই অশ্বিন এসে খেলা ধরেন বিরাটের সাথে। দুজনে মিলে গড়েন ৯৬ রানের পার্টনারশিপ। বিরাট মইন আলীর বলে ফিরে গেলেও অশ্বিন শেষ অব্দি টিকে থেকে শতরান গড়েন। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৮৬ রানে। ৪৮১ রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামা ইংল্যান্ডকে শুরুতেই ধাক্কা দেন অক্ষর প্যাটেল ওপেনার সিবলিকে এলবিডব্লিউ করে।
এরপর আরেক ওপেনার বারন্স অশ্বিনের বলে সহজ ক্যাচ দিয়ে বসেন বিরাটকে। স্পিনার জ্যাক লিচকে ইংল্যান্ড নাইট ওয়াচম্যান হিসেবে নামানো হলেও প্রথম বলেই তাঁকে ফিরিয়ে দেন অক্ষর। বিতর্কিত রিভিউয়ে আউট হয়েও আম্পায়ার আউট না দেওয়ায় বেঁচে যান অধিনায়ক জো রুট। দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৫৩ রানে ৩ উইকেট। ঘূর্ণি পিচে ভারতের জয় এখন সময়ের অপেক্ষা বলেই মনে করছে বিশেসজ্ঞমহল।কাল চতুর্থ দিনেই আশা করা হচ্ছে টেস্টের নিষ্পত্তি হবে।
এদিকে ১০০ রান ও ৫ উইকেট ক্লাবে স্যার গ্যারি সোবারস কে পিছনে ফেলে অশ্বিন উঠে এল দ্বিতীয় স্থানে। তিনি মোট তিনবার এই কৃতিত্ব গড়েছেন। তাঁর সামনে এখন কিংবদন্তি ইয়াম বোথাম যিনি ৫ বার এই কৃতিত্ব লাভ করেছেন। এখন অদূর ভবিষ্যতে অশ্বিন এই রেকর্ড ভাঙবে কিনা তা সময় বলবে।