শুক্রবার প্রসার ভারতীর সিইও শশী এস ভেম্পাতি জানান যে, ১৬ কোটিরও বেশি মানুষ ৫ ই আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজন অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখেছিলেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ট্যুইটারে ভেম্পাতি আরও জানিয়েছেন যে, বুধবার সকাল ১০ টা ৪৫ মিনিট থেকে দুপুর ২ টা পর্যন্ত রাম মন্দিরের ভূমি পূজনের মূল অনুষ্ঠান চলাকালীন প্রায় ২০০ টি টিভি চ্যানেল দূরদর্শন থেকে সরাসরি প্রচার করেছিল।
প্রসার ভারতীর সিইও শশী এস ভেম্পাতি ট্যুইট করে জানিয়েছেন, ‘প্রাথমিক অনুমান অনুযায়ী ১৬ কোটি লোক অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজন অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখেছিল। যার ফলে ভারতের টিভি সারা বিশ্ব জুড়ে ৭ বিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে।’ দেশের বিভিন্ন স্থানে মানুষ নিজেদের উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটায়। কোথাও পটকা ফাটিয়ে, কোথাও মাটির প্রদীপ জ্বালিয়ে নিজেদের আনন্দ মেলে ধরেন ভারতীয়রা। এর ফলে প্রস্তাবিত রাম মন্দিরের ‘ভূমি পূজন’ অনুষ্ঠানটি অকাল দিওয়ালি উৎসবে পরিণত হয়েছিল।
Per preliminary estimates over 160 Million people watched the live telecast of the Ayodhya Ram Temple Bhumi Pujan ceremony, resulting in viewership of more than 7 billion viewing minutes across the TV universe in India.
— Shashi S Vempati (@shashidigital) August 7, 2020
প্রসঙ্গত, ৫ ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যাতে রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পুরোহিতরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্য সম্মানীয় ব্যক্তিদের মুখোমুখি বসে সামাজিক দূরত্ব বজায় রেখে সংস্কৃত শ্লোক উচ্চারণ করে এই অনুষ্ঠানটি সম্পাদন করেন। এই অনুষ্ঠানটি ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একটি মূল নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। ভগবান রামের মন্দির নির্মাণের মাধ্যমে সেই প্রতিশ্রুতি রক্ষা করল তারা।