Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দেশের সব নাগরিক পাবেন হেলথ আইডি, জানুন কী কী সুবিধা পাবেন সাধারন মানুষ

Updated :  Sunday, August 16, 2020 8:25 AM

৭৪তম স্বাধীনতা দিবসের সকালে দিল্লির লালকেল্লা থেকে ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশনের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের ফলে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় বিপ্লব আসবে বলে জানিয়েছেন তিনি। সম্পূর্ণ ভাবে প্রযুক্তি নির্ভর হবে এই ডিজিটাল হেলথ মিশন। ক্ষমতায় আসার পর থেকে একাধিক ক্ষেত্রে ডিজিটাইজেশনের এর দিকে নজর দিয়েছেন প্রধানমন্ত্রী। এবার স্বাস্থ্য ক্ষেত্রেও ডিজিটাইজেশনের কথা বললেন প্রধানমন্ত্রী।

এদিনের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “এই প্রকল্পের ফলে স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব আসবে। দেশের প্রতিটি নাগরিককে হেলথ কার্ড দেওয়া হবে। এই কার্ডে, যতবার আপনি যে চিকিৎসকের কাছে যাবেন বা যে হাসপাতালে যাবেন সেই তথ্য জমা হয়ে যাবে। আপনি কোন ডাক্তার দেখাচ্ছেন, কোন ওষুধ খাচ্ছেন, আপনার কি রোগ হয়েছিল সমস্ত কিছু এই কার্ডে নথিবদ্ধ থাকবে।”

আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে এই ন্যাশনাল হেলথ মিশন দেশের স্বাস্থ্য পরিষেবায় আমূল পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে। প্রতিটি নাগরিককে দেওয়া হেলথ কার্ডে তাদের চিকিৎসা সংক্রান্ত সমস্ত তথ্য থাকবে। ভবিষ্যতে সমস্ত রকমের টেস্ট এবং চিকিৎসা করালে তার যাবতীয় তথ্য সংশ্লিষ্ট কার্ডের নম্বরে সংরক্ষিত থাকবে৷ অর্থাৎ, পরবর্তীতে কোনো চিকিৎসা করাতে গেলে কনক কাগজপত্র নিয়ে যেতে হবেনা। বিস্তারিত সমস্ত কিছুই এই কার্ডে সংরক্ষিত থাকবে।

এই প্রকল্পের জন্য, দেশের সমস্ত হাসপাতাল, চিকিৎসক, ক্লিনিক গুলিকে একটি সার্ভারের সাথে যুক্ত করা হবে। তবে এও জানা যাচ্ছে, সরকারের নতুন এই প্রকল্পে যোগ দেওয়া বাধ্যতামূলক নয়। কোনো নাগরিক, হাসপাতাল বা চিকিৎসক না চাইলে এই প্রকল্পে যুক্ত নাও হতে পারেন।