Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

স্বস্তির খবর গেরুয়া শিবিরে, করোনা মুক্ত অমিত শাহ

Updated :  Sunday, August 9, 2020 1:54 PM

গত এক সপ্তাহ আগেই করোনা সংক্রমিত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে রবিবার সকালে দিল্লী বিজেপির প্রাক্তন সভাপতি তথা অমিত শাহের ঘনিষ্ঠ মনোজ তিওয়ারি ট্যুইট করেন যে অমিত শাহের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি তার ট্যুইটে লেখেন, “দেশের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করোনা রিপোর্ট নেগেটিভ।” তবে অস্বাভাবিকভাবে এক ঘণ্টার মধ্যেই মুছে দেন সেই ট্যুইট। তার মানে অমিত শাহ এখনও করোনা মুক্ত নয় এমনটাই মনে করছেন সবাই।

উল্লেখযোগ্য, গত এক সপ্তাহ ধরে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই কেন্দ্রীয় মন্ত্রী। যার ফলে উপস্থিত থাকতে পারেননি বহুপ্রতীক্ষিত রাম মন্দিরের ভূমিপুজোতে। তার করোনা রিপোর্ট পজিটিভ আসতেই উদ্বেগ শুরু হয় কেন্দ্রীয় সরকারে। কারণ কিছুদিন আগেই তিনি যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রীসভার একটি বৈঠকে। এরপর তার সংস্পর্শে আসা নেতা ও মন্ত্রীদের কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয়।

যদিও মনোজ তিওয়ারির করা ট্যুইটের পর স্বস্তি পেয়েছিলেন বিজেপি সমর্থকেরা। কিন্তু তার ট্যুইটটি ডিলিট করে দেওয়ায় নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে গেরুয়া শিবিরে। অন্যদিকে নতুন করে করোনো সংক্রমিত হয়েছেন অন্য এক কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। গতকাল তিনি ট্যুইট করে লিখেছেন, “করোনা সংক্রমণের উপসর্গ ধরা পড়েছে। প্রথমবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসছিল। তবে দ্বিতীয়বার টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। যারা আমার সংস্পর্শে এসেছিলেন তারা নিজেদের শরীরের খেয়াল রাখুন। আমি ঠিক আছি।”