Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রেকর্ড গড়ল ভারত, একদিনে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছুঁই ছুঁই

Updated :  Thursday, September 10, 2020 2:08 PM

নয়াদিল্লি: শুধুই বাড়ছে রেকর্ড। দেশে গত 24 ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা প্রায় এক লক্ষ ছুঁই ছুঁই। একদিনে করোনা আক্রান্ত হয়েছেন 95 হাজার 735 জন। যা আগের সমস্ত রেকর্ডকে কার্যত ভেঙে দিল। এর ফলে দেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা 45 লক্ষ 65 হাজার 863।

শুধু সংক্রমণ নয়, বেড়েছে মৃত্যুর হারও। এক্ষেত্রেও আগের সব রেকর্ড ভেঙে গিয়েছে। গত 24 ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে এক হাজার 172 জনের। এর ফলে দেশে করোনায় মোট প্রাণ হারালেন 75 হাজারেরও বেশি মানুষ।

তবে মৃত্যু-সংক্রমণ বাড়লেও সুস্থতার হার ঊর্ধ্বমুখী আছে। একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 72 হাজার 939 জন। এটাই আপাতত স্বস্তি দিচ্ছে ভারতীয় চিকিৎসকদের।