নয়াদিল্লিঃ করোনার খারাপ পরিস্থিতি মোকাবিলা করার জন্য অনেক টাকার অনুদান করেছিলো দেশের স্বনামধন্য ব্যক্তিত্বরা। দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সেই তালিকায় ছিলো খেলোয়াড় থেকে অভিনেতা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শিল্পপতি। আর সেই সব টাকা জমা হয়েছিল পিএম কেয়ারস ফান্ড এ।
কিন্তু কেন্দ্রীয় সরকারের এখনো জানায়নি ওই পিএম কেয়ারস ফান্ড এ ঠিক কত টাকা জমা পড়েছে। সেই নিয়ে বিরোধীদের প্রশ্নের শেষ ছিল না। কিন্তু অবশেষে বিরোধীদের চাপের মুখে পড়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্রী ড.হর্ষবর্ধন জানালেন, স্বাস্থ্যমন্ত্রক পিএম কেয়ারস ফান্ড থেকে ঠিক কত টাকা পেয়েছেন।
রবিবার কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সাংসদে পিএম কেয়ারস ফান্ড নিয়ে প্রশ্ন করায় ড.হর্ষবর্ধন জানান, এই ফান্ড থেকে এখনও পর্যন্ত ৮৯৩ কোটি ৯৩ লক্ষ টাকা পেয়েছে স্বাস্থ্যমন্ত্রক। এমনকি এই টাকা দিয়ে ৫০ হাজার মেক ইন ইন্ডিয়া ভেন্টিলেটর কেনা হয়েছে বলেও জানানো হয় এদিন। কিন্তু এতোদিন পর এই হিসেব দেওয়ায় এখনো বিতর্ক থামেনি বরং বিরোধীদের এই ফান্ডের টাকা নিয়ে দিন দিন আরো নানা বক্তব্য স্পষ্ট হচ্ছে।