Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

১৩ বছর বয়সে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় পাশ করলেন এক কন্যা, ইচ্ছে IPS অফিসার হওয়ার

Updated :  Thursday, July 30, 2020 10:19 AM

শ্রেয়া চ্যাটার্জী – ১৩ বছর বয়সী ইন্দরে অবস্থিত এক কন্যা যিনি কয়েকদিন আগেই তার করোনা আক্রান্ত বাবাকে হারিয়েছেন, তিনি প্রথম যিনি দশম শ্রেণীর পরীক্ষার পরে একেবারে সরাসরি দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় উতরে গেলেন। দ্বাদশ শ্রেণীর কমার্স বিভাগের পেয়েছে ৬২.৮% নম্বর।

কয়েক দিন আগেই তানিশকা তার বাবাকে হারিয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে তার বাবা মারা গেছেন ২রা জুলাই। তিনি মধ্যপ্রদেশের প্রথম ছাত্রী যিনি দশম শ্রেণীর পরে সরাসরি দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় পাস করেছেন। পড়াশোনা ছাড়াও তানিশকা চান একজন আই.পি.এস অফিসার হতে। শুধু তাই নয়, তিনি নাচেও পি.এইচ.ডি করতে চান।

অন্যান্য বাচ্চাদের মতন তানিশকা প্রথমে কোন রকম প্রাথমিক বিদ্যালয় পড়াশোনা করেননি। একেবারে তিন বছর বয়সে তিনি প্রথম শ্রেণীতে বিদ্যালয় ভর্তি হন। তার বাবা মনে করতেন, “একজন বাচ্চা বিদ্যালয়ের থেকেও বাড়িতে অনেক বেশি শিক্ষা গ্রহণ করতে পারে।” এমন কথাটাই জানাচ্ছেন, এই বালিকার মা অনুভা চান্দ্রন।