Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কেন্দ্রের নতুন প্রকল্প, মাত্র ১০ টাকায় পাওয়া যাবে LED বাল্ব

Updated :  Monday, July 20, 2020 11:20 AM

গ্রামের মানুষদের কারেন্ট বিলে সাশ্রয় করতে নতুন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাবলিক সেক্টর এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেড খুব দ্রুত গ্রামীণ উজালা নামে একটি নতুন কর্মসূচি তৈরী করতে চলেছে। যা গ্রামীণ এলাকার মানুষের ইলেকট্রিক বিলে সাশ্রয় হবে যার ফলে মানুষের সঞ্চয় অনেক বাড়বে।

বিদ্যুৎমন্ত্রকের অধীনে NTPC, PFC, REC এবং পাওয়ারগ্রিডের যৌথ উদ্যোগ সংস্থা EESL-এর এই প্রকল্পের আওতায় প্রায় ৫০ কোটি এলইডি বাল্ব বিতরণ করা হবে। আর এর ফলে ১২,০০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করবে বলে আশা করা হচ্ছে। শুধু তাই নয়, এটির ফলে কার্বন নিঃসরণ বছরে পাঁচ মিলিয়ন টন কম হবে। এই সংস্থাটি৩৬ কোটি টাকারও বেশি এলইডি বাল্ব বিতরণ করেছে। তবে এই বাল্বগুলির মধ্যে মাত্র ২০ শতাংশ গ্রামাঞ্চলে বিতরণ করা হয়েছে।

EESL-এর পরিচালক সৌরভ কুমার বলেছেন যে এই প্রকল্পের অধীনে গ্রামে পরিবার প্রতি ১০ টাকা দাম দিয়ে ৩ থেকে ৪ টি এলইডি বাল্ব বিতরণ করা হবে। দেশের প্রায় ১৫ কোটি মানুষকে দেওয়া হবে। এই বাল্বগুলির চাহিদা বৃদ্ধি পাবার সাথে সাথে বিনিয়োগ ও বাড়বে। এর সাথে এনার্জি সেভিং টিউব লাইট ও ফ্যান ও পাওয়া যাবে।