কৃষকদের হাত পা বাঁধা ছিল, মুক্ত করল মোদি সরকার

আজ ভিডিয়ো কনফারেন্সে বিহারের ৯ লেনের হাইওয়ের শিলান্যাস করেন নরেন্দ্র মোদী। সেখানে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এদিন সংসদে কৃষি বিল পাশ হওয়াকে উপকার হওয়া বলে দাবি করেন নীতীশ কুমার।

এমনকি এদিন রাজ্যসভায় বিরোধীদের বিক্ষোভ প্রদর্শনেরও সমালোচনা করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান এত দিন চাষিদের হাত পা বাঁধা ছিল সেই বন্ধন মুক্ত করে দিতেই কৃষি সংস্কারের পথে হেঁটেছে সরকার।

এমনকি এই বিল দিয়ে চাষিরা নিজেরা ইচ্ছা মতো কষ্টার্জিত ফসল যে কোনও জায়গায় বিক্রি করতে পারবেন। কিষান মান্ডিতে শস্যপণ্যের না দাম পেলে যে কোনও বিক্রি করার স্বাধীনতা চাষিদের দেওয়া হয়েছে। যার ফলে আগের তুলনায় আরো বেশি লাভবান হবে দেশের চাষি সম্প্রদায়।