৩০ সেকেন্ডে জানা যাবে করোনা টেস্টের ফল, টেস্টিং কিট তৈরিতে হাত মেলাচ্ছে ভারত ও ইজরায়েল
অরূপ মাহাত: মারণ রোগ কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে পারস্পরিক সহযোগিতার জন্য হাত মেলাচ্ছে ভারত এবং ইজরায়েল। মানবদেহে দ্রুত করোনা পরীক্ষার ফলাফল জানতে টেস্টিং কিট বানাতে চলেছে এই দুই দেশ। যা মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে করোনা পরীক্ষার ফলাফল জানিয়ে দেবে। ভারতে অবস্থিত ইজরায়েলের দূতাবাস থেকে এক ঘোষণায় শুক্রবার জানানো হয়েছে যে, আগামী সপ্তাহে প্রিন্সিপাল সাইন্টিফিক অ্যাডভাইসরের ভারতীয় অফিসের সহযোগিতায় প্রতিরক্ষা, বিদেশ বিষয়ক ও স্বাস্থ্য মন্ত্রনালয় করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে যৌথ অভিযানের নেতৃত্ব দেবেন।
তেলআবিব থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে একটি বিশেষ পরিকল্পনামূলক বিমানে ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রক আরএন্ডডি টিমের উচ্চ পদস্থ সদস্যরা এদেশে আসছেন। যারা ভারতের প্রধান বিজ্ঞানী কে বিজয় রাঘবন এবং ডিআরডিওর সঙ্গে যৌথভাবে ৩০ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে মারাত্মক করোনা ভাইরাসটির দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করতে কাজ করছে।
রাঘবন হলেন ভারত সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা। ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রন মালকা এ বিষয়ে বলেন, ‘ভারতে আসা ইজরায়েলের এই প্রতিনিধিদলকে নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত। এমন সময়ে আমাদের বন্ধুত্ব পরীক্ষার মুখে পড়ে। এই জটিল ও কঠিন সময়ে ভারতের দিকে সহায়তার হাত দিতে পেরে খুশি ইজরায়েল।’ একইসঙ্গে তিনি আরও যোগ করেন যে, ‘আমি নিশ্চিত যে, ভারত ও ইজরায়েল বিশ্বকে এই সঙ্কট কাটিয়ে উঠতে সহায়তা করার জন্য উদ্ভাবনী এবং সস্তার সমাধানের জন্য যৌথ ভাবে কাজ করবে।’