দেশ জুড়ে করোনার সংক্রমণ যত বেড়ে চলেছে ততই সন্ত্রস্ত সরকার। দেশ জুড়ে এখনো পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লক্ষ ৩ হাজার ৬৯৬ জন। যার মধ্যে এক্টিভ কেস ৫ লক্ষ ৭৯ হাজর ৩৫৭ টি। দেশ জুড়ে করোনায় সুস্থ হয়েছেন ১১ লক্ষ ৮৬ হাজার ২০৩ জন। ও মৃত্যু হয়েছে ৩৮ হাজার ১৩৫ জনের। সুস্থহার হার বাড়লেও চিন্তা বাড়াচ্ছে করোনায় আক্রান্তের আকাশছোঁয়া বৃদ্ধি। আর তার জেরেই সোমবার থেকে নয়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য মন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানান হয়েছে, আগামী ৫ই আগস্ট থেকে বেশ কিছু নিয়ম জারি হবে দেশ জুড়ে।
* ৫ই আগস্ট কনটেইনমেন্ট জোনের বাইরে খুলে দেওয়া হবে জিম খানা।
* ৬৫ বছরের বেশি বয়স্ক ব্যক্তিরা ও কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিরা, ১০ বছরের কম বয়সী শিশুরা বন্ধ ঘরে জিম করতে পারবে না। তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে জিম খানার কতৃপক্ষকে।
* সামাজিক দূরত্ব মেনে জিম খানায় প্রবেশ করতে হবে।
* একে অপরের থেকে ৬ ফুট দূরত্বে থাকতে হবে।
* জিম করার সময় এন-৯৫ মাস্ক পরা যাবে না। সেক্ষেত্রে শ্বাস নিতে অসুবিধা হতে পারে। তাই সাধারণ মাস্ক ব্যবহার করা যেতে পারে।
* যত্রতত্র থুতু ফেলা চলবে না। থুতু ফেলা শাস্তিযোগ্য অপরাধ বলে গ্রহন করা হবে।
* হাঁচি, কাশি হলে মুখে কাপড় চাপা দিতে হবে।
* প্রত্যেক মিনিটে হাত ধুতে হবে।
এদিকে গত ২৪ ঘন্টায় দেশ জুড়ে করোনায় আক্রান্ত হয়েছে ৫২,৯৭২ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৭৭১ জনের।