দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিষয়ে কোনও আপোস করবে না ভারত। চিনকে কড়া ভাষায় আরও একবার জানিয়ে দিল নয়াদিল্লি৷ ভারতীয় সেনার পক্ষ থেকে পঞ্চম বারের জন্য বার্তা দিতে গিয়ে চিনা আগ্রাসনের জবাব দিয়ে জানিয়েছে ভারত৷ একইসঙ্গে ভারতের পক্ষ থেকে ভারত এও স্পষ্ট করে জানানো হয়েছে যে, প্যাংগং হ্রদ ও পূর্ব লাদাখের বিভিন্ন এলাকা থেকে দ্রুত সেনা সরানোর কাজ শুরু করুক চিন৷ রবিবার ভারত ও চিন সেনার গুরুত্বপূর্ণ আধিকারিকদের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা মোতায়েন নিয়ে একটি বৈঠক হয়৷ টানা ১১ ঘণ্টা ধরে চলা এই বৈঠকে দু পক্ষের মধ্যে একটি রফাসূত্রে পৌঁছনোর জোর দেওয়া হয়৷
জানা গেছে, এদিনের বৈঠকে ভারতীয় প্রতিনিধদল নিজেদের অবস্থান স্পষ্ট জানিয়ে দেন। ভারতীয় প্রতিনিধি দল বৈঠকে দাবি তোলেন, ২ পক্ষের সম্পর্ক ঠিক রাখতে পূর্ব লাদাখ সেক্টর এলাকায় সীমান্তে সেনা মোতায়েনের বিষয়ে আরও আলোচনা প্রয়োজন। তবে তার আগে চিনা সেনাবাহিনীকে পিছিয়ে নিয়ে যেতে হবে৷ এদিন ভারতের প্রতিনিধিরা স্পষ্ট করে দেন যে, ভারতীয় সেনাবাহিনী কোনও পরিস্থিতিতেই নিজেদের এক বিন্দু জমিও ছাড়তে রাজি নয়।
দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকের পর চিন গলওয়ান ও আরও কয়েকটি এলাকা থেকে সেনা সরিয়ে নিলেও এখনও বেশ কয়েকটি এলাকায় চিনা সেনা মোতায়েন রয়েছে। প্যাংগং হ্রদ, ফিঙ্গার পয়েন্ট ফোর থেকে আট পর্যন্ত নিজেদের শক্তি বাড়িয়েছে চিনের সেনাবাহিনী৷ গোগরা এলাকা থেকে এখনও নিজেদের সেনা পুরোপুরি সরিয়ে নেয়নি চিন৷