Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

রাজ্যে একাধিক ট্রেন বাতিল করলো ভারতীয় রেল, দেখে নিন তালিকা

রাজ্যে লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ বাড়ছে। আর সংক্রমণ রুখতে রাজ্য সরকারের তরফ থেকে সপ্তাহে দুইদিন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। আপাতত আজ অর্থাৎ শনিবার ও ২৯ জুলাই বুধবার সম্পূর্ণ লকডাউন…

Avatar

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

রাজ্যে লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ বাড়ছে। আর সংক্রমণ রুখতে রাজ্য সরকারের তরফ থেকে সপ্তাহে দুইদিন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। আপাতত আজ অর্থাৎ শনিবার ও ২৯ জুলাই বুধবার সম্পূর্ণ লকডাউন আছে। এই লকডাউনের জন্য বেশকিছু ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের সময়  পরিবর্তন করা হয়েছে। আবার কিছু ট্রেন আছে যা বিশেষ কিছু স্টেশনে থামবে না।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

ভারতীয় রেলের তরফ থেকে যে যে ক্ষেত্রে বদল করা হয়েছে, দেখে নিন তালিকা-

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

সম্পূর্ণ বাতিল ট্রেনের তালিকা-

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

১) কলকাতা-ভুবনেশ্বর-কলকাতা দুরন্ত এক্সপ্রেস – ২৭ তারিখ শিয়ালদহ ও ২৮ জুলাই ভুবনেশ্বর থেকে ছাড়ার কথা ছিল। এই ট্রেন বাতিল আছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

২) ভুবনেশ্বর-হাওড়া-ভুবনেশ্বর স্পেশাল – ২৯ জুলাই যাত্রা করার কথা ছিল। এই ট্রেন ও বাতিল রয়েছে।

৩) যশবন্তপুর-হাওড়া-যশবন্তপুর দুরন্ত স্পেশাল – ২৮ তারিখ যশবন্তপুর থেকে ও ২৯ জুলাই হাওড়া থেকে যাত্রা করার কথা ছিল। এই ট্রেনটিকেও বাতিল ঘোষণা করা হয়েছে।

৪) শালিমার-পাটনা-শালিমার দুরন্ত স্পেশাল – পাটনা থেকে ২৮ জুলাই ও শালিমার থেকে ২৯ জুলাই ছাড়ার কথা ছিল। এই ট্রেনটি বাতিল হয়েছে।

যে যে ট্রেন আংশিক বাতিল হয়েছে, রইল তালিকা –

১) হাওড়া-সেকেন্দ্রাবাদ-হাওড়া স্পেশাল – ২৯ জুলাই ভুবনেশ্বর থেকে হাওড়া পর্যন্ত বাতিল।

২) সেকেন্দ্রাবাদ-হাওড়া স্পেশাল – ২৮ জুলাইয়ের এই ট্রেন সেকেন্দ্রাবাদ থেকে ভুবনেশ্বর পর্যন্ত আসবে।

৩)  হাওড়া-সেকেন্দ্রাবাদ স্পেশাল – ২৯ জুলাই হাওড়া থেকে ভুবনেশ্বর পর্যন্ত বাতিল। ট্রেনটি ভুবনেশ্বর থেকে সেকেন্দ্রবাদের উদ্দেশ্য ছাড়বে।

কোন কোন স্টেশনে ট্রেন থামবে না, দেখে নিন তালিকা-

১) ভুবনেশ্বর-নয়া দিল্লি স্পেশাল – ২৯ জুলাই পুরুলিয়া স্টেশনে থামবে না।

২) ভুবনেশ্বর-নয়া দিল্লি এসি স্পেশাল –২৯ জুলাই হিজলি স্টেশনে থামবে না।

যে ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে , রইল তালিকা-

১) হাওড়া-মুম্বই স্পেশাল – ২৯ জুলাই হাওড়া থেকে রাত ৮ টার পরিবর্তে ছাড়বে রাত ১১টা ১০ মিনিটে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now
About Author