বুধবার এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় জম্মু ও কাশ্মীরের বন্দিপোরা এলাকায় সপরিবারে নিহত হলেন এক বিজেপি নেতা। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ওয়াসিম আহমেদ বারী ও তার পরিবারের সদস্যদের উপর এদিন নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। একইসঙ্গে তার ভাই ওমর বারী ও বাবা বশির আহমেদও এই সন্ত্রাসী হামলায় মারা যান। এদিন বেলা ১১ নাগাদ সন্ত্রাসীরা যখন নির্বিচারে গুলি চালায় সেই সময় বাবা ও ভাইয়ের সঙ্গেই এই বিজেপি নেতা পরিবারের মালিকানাধীন একটি দোকানের ভিতরে ছিল। সেই দোকানটি ঠিক থানার পাশেই অবস্থিত। ওয়াসিম আহমেদ বারী বিজেপির জেলা সভাপতি ছিলেন।
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ বিজেপি কর্মী, তার পরিবারের সদস্যদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছেন ও বিজেপি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ডিজিপি দিলবাগ সিংহ জানান, জঙ্গিদের গুলিতে আহত বারীর ভাই ও পিতাকে বান্দিপোরা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তাদের মৃত্যু হয়। সন্ত্রাসী হামলার পরপরই পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। জঙ্গিহানায় দলীয় নেতার মৃত্যু হওয়ায় শোক প্রকাশ করেছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব।